উল্লেখ্য মৃত এই প্রবীণ ব্যক্তি কমরউদ্দিন মিয়া দীর্ঘদিন থেকে মানসিক সমস্যায় আক্রান্ত ছিলেন। সেই কারণে পরিবারের লোকেরা তাকে তুফানগঞ্জ মানসিক হাসপাতালে চিকিৎসাও করিয়েছিলেন। তবুও তিনি সুস্থ হয়ে ওঠেননি।
আরও পড়ুন - Weather Update: ফের নামছে তাপমাত্রা, একাধিক জায়গায় ফিরবে ভীষণ ঠান্ডা, রইল কলকাতার ওয়েদার আপডেট
advertisement
এরপর গত ১ জানুয়ারি দিন বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান ওই মানসিক সমস্যায় আক্রান্ত প্রবীণ ব্যক্তি। পরিবারের লোকেরা বহু খোঁজখবর নিয়েও সেই ব্যক্তিকে খুঁজে পায়নি। তারপর সাহেবগঞ্জ থানায় গত ৪'ঠা জানুয়ারি নিখোঁজ ডায়েরি করেন পরিবারের সদস্যরা।
আরও পড়ুন - Purulia News : এক মাসের উৎসব শেষ, মন ভার করে টুসু বিদায় দিল মানভূমের বাসিন্দারা
তবে এদিন আচমকাই খুটামারা বিলের চরে এই নিখোঁজের পচাগলা দেহ দেখতে পায় স্থানীয় গ্রামবাসীরা। দ্রুত খবর পাঠানো হয় নাজিরহাট পুলিশ ক্যাম্পে। পুলিশ ঘটনাস্থলে এসে দেহ শনাক্ত করে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এরপর পচাগলা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহারে মর্গে পাঠানো হয়। তবে নিখোঁজ প্রবীণ ব্যক্তির মৃতদেহ উদ্ধারে গোটা গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তবে কিভাবে সেই ব্যক্তির মৃত্যু হয়েছে সেই বিষয় নিয়ে ইতিমধ্যেই রহস্য দানা বাঁধতে শুরু করেছে। কিভাবে ওই ব্যক্তির মৃত্যু ঘটল এবং কিভাবে ওই ব্যক্তি ওখানে পৌঁছলেন সেই বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে একাধিক।
Sarthak Pandit