TRENDING:

Cooch Behar News: ঝিলের চরে ওটা কী! সামনে যেতেই আঁতকে উঠলেন প্রার্তভ্রমণকারীরা

Last Updated:

খুটামারা বিলের চরে কাদামাখা অবস্থায় নিখোঁজ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা এলাকায়। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিনহাটা: খুটামারা বিলের চরে কাদামাখা অবস্থায় নিখোঁজ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা এলাকায়। গোটা এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, "দিনহাটা দুই নম্বর ব্লকের বুড়িরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের খুটামারার বাসিন্দা ছিলেন মৃত ওই প্রবীণ ব্যক্তি কমরউদ্দিন মিয়া এবং তাঁর বয়স ছিল ৮২ বছর। এদিন তাঁর কাদামাখা পচাগলা দেহ উদ্ধার করা হয় খুটামারা বিলের চরের থেকে।"
dead body recover at dinhata besides lake- Photo- Representative
dead body recover at dinhata besides lake- Photo- Representative
advertisement

উল্লেখ্য মৃত এই প্রবীণ ব্যক্তি কমরউদ্দিন মিয়া দীর্ঘদিন থেকে মানসিক সমস্যায় আক্রান্ত ছিলেন। সেই কারণে পরিবারের লোকেরা তাকে তুফানগঞ্জ মানসিক হাসপাতালে চিকিৎসাও করিয়েছিলেন। তবুও তিনি সুস্থ হয়ে ওঠেননি।

আরও পড়ুন -  Weather Update: ফের নামছে তাপমাত্রা, একাধিক জায়গায় ফিরবে ভীষণ ঠান্ডা, রইল কলকাতার ওয়েদার আপডেট

advertisement

এরপর গত ১ জানুয়ারি দিন বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান ওই মানসিক সমস্যায় আক্রান্ত প্রবীণ ব্যক্তি। পরিবারের লোকেরা বহু খোঁজখবর নিয়েও সেই ব্যক্তিকে খুঁজে পায়নি। তারপর সাহেবগঞ্জ থানায় গত ৪'ঠা জানুয়ারি নিখোঁজ ডায়েরি করেন পরিবারের সদস্যরা।

আরও পড়ুন -  Purulia News : এক মাসের উৎসব শেষ,  মন ভার করে টুসু বিদায় দিল মানভূমের বাসিন্দারা 

advertisement

তবে এদিন আচমকাই খুটামারা বিলের চরে এই নিখোঁজের পচাগলা দেহ দেখতে পায় স্থানীয় গ্রামবাসীরা। দ্রুত খবর পাঠানো হয় নাজিরহাট পুলিশ ক্যাম্পে। পুলিশ ঘটনাস্থলে এসে দেহ শনাক্ত করে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এরপর পচাগলা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহারে মর্গে পাঠানো হয়। তবে নিখোঁজ প্রবীণ ব্যক্তির মৃতদেহ উদ্ধারে গোটা গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তবে কিভাবে সেই ব্যক্তির মৃত্যু হয়েছে সেই বিষয় নিয়ে ইতিমধ্যেই রহস্য দানা বাঁধতে শুরু করেছে। কিভাবে ওই ব্যক্তির মৃত্যু ঘটল এবং কিভাবে ওই ব্যক্তি ওখানে পৌঁছলেন সেই বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে একাধিক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: ঝিলের চরে ওটা কী! সামনে যেতেই আঁতকে উঠলেন প্রার্তভ্রমণকারীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল