স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, "দুপুর নাগাদ এই এলাকায় আচমকা একটি বাইস কে লোকালয়ের পাশে মাঠের মধ্যে ঘুরে বেড়াতে দেখেন কিছু মানুষ। তৎক্ষণাৎ রাস্তার ওপর বাইসন দেখতে ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ। তবে কিছুক্ষণের মধ্যেই বাইসনটি মাঠের মধ্যে থাকা ভুট্টা খেতের মধ্যে মিলিয়ে যায়। তবে বন দফতরের আধিকারিক ও পুলিশ মোতায়ন করা রয়েছে ওই এলাকায়। দ্রুত ওই বাইসনটিকে আটক করে পুনরায় জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা চালানো হচ্ছে।"
advertisement
আরও পড়ুন: বৃদ্ধার বয়স ৮০! আট সন্তান! ছেলেরা একী করলো বৃদ্ধা মায়ের সঙ্গে! ভয়াবহ
আরও পড়ুন:
বন দফতর ও পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে, "বর্তমান সময়ে ওই বাইসনটিকে আটক করার চেষ্টা চালানো হচ্ছে বন দফতরের পক্ষ থেকে। যাতে বাইসনটির দ্বারা এলাকায় কোন ক্ষয় ক্ষতি না হয় সেই বিষয়ে নজর রাখা হচ্ছে। পুলিশ সাধারণ মানুষের গতিবিধির ওপর নজর রাখতে প্রতি নিয়ত। যাতে কোন মানুষ অজান্তে বাইসনের কাছে না পৌঁছে যায় সেই বিষয়েও নজর রাখা হচ্ছে। বাইসনটিকে দ্রুত ট্রাঙ্কুলাইজ করার মাধ্যমে আটক করার চেষ্টা চালাচ্ছেন বন দফতরের আধিকারিকেরা।
Sarthak Pandit