TRENDING:

Cooch Behar News: ছাতা মাথায় বসতে হয়! ঘরে শ্যাওলা, জঙ্গল! এটা হাসপাতাল নাকি আবর্জনার স্তুপ!

Last Updated:

Cooch Behar News: রোগীদের বেডের কাছে দরজা জানলা দিয়ে ঢুকে পড়ছে আগাছা। শ্যাওলা জমে চারিদিকে। বৃষ্টি পড়লেই ছাদ ফুটো হয়ে জল পড়ে। ভয়াবহ অবস্থা হাসপাতালের!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মাথাভাঙ্গা: একদিকে মাথাভাঙ্গার সুপার স্পেশালিটি হাসপাতালের দাবি উঠছে। ঠিক তার উল্টোদিকেই মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের বহির্বিভাগের অবস্থা রীতিমত শোচনীয়। এমনটাই অভিযোগ রোগী সহ ডাক্তারদের একাংশের। কোথাও খসে পড়েছে দেওয়াল। কোথাও আবার জঙ্গল এবং আগাছা জানলা ও দরজা ভেদ করে ঢুকছে ঘরের ভেতরে। কোথাও আবার দেওয়ালের কোনায় জমেছে শ্যাওলার আড়ত। সামান্য বৃষ্টিতেই ঘরের ভেতরে জল চুঁইয়ে পড়ে। এমন অবস্থাতেই রোগী দেখতেও যথেষ্ট বেগ পেতে হচ্ছে ডাক্তারদের। নোংরা স্যাঁতস্যাতে পরিবেশে রোগীদের দেখতে হচ্ছে বলে চিন্তিত হয়ে রয়েছেন ডাক্তারেরা।
advertisement

হাসপাতালে চিকিৎসা করাতে আসে স্থানীয় বাসিন্দা আতাউর রহমান বলেন,  "একটা নোংরা জীবাণুযুক্ত পরিবেশে ডাক্তার দেখাতে গেলেও অস্বস্তিতে পড়তে হয়।" এছাড়াও আরো একজন স্থানীয় রোগী সুকুমার সামন্ত বলেন, "বৃষ্টির দিনে ডাক্তার দেখাতে আসলে ভেতরেও ছাতা নিয়ে বসতে হয়। টপ টপ করে জল পড়ে ঘরের ভেতরেই।" তবে রোগীদের এই দীর্ঘ সমস্যার অবসান হবে কবে তা নিয়ে সঠিকভাবে বলতে পারছে না কেউ। একাধিকবার হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়ে আসছেন রোগী এবং রোগীর আত্মীয়েরা। তবে সরকারিভাবে কেন এই সমস্যার অবসান করানো হচ্ছে না তা নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকলেও নতুন ভবন কেন নির্মাণ করা হচ্ছে না সেটাই এখন মূল চিন্তার বিষয়।

advertisement

আরও পড়ুন:  পুজোয় সপ্তমী থেকে নবমী রাতভর চলবে হাওড়ায় রেল পরিষেবা! জানুন ট্রেনের সময়

তবে দীর্ঘদিনের এই সমস্যা নিয়ে একাধিক বার আলোচনা হয়েছে কিন্তু সুরাহা হয়নি কোন কিছুরই। মাথাভাঙ্গা মহকুমার হাসপাতাল সুপার মাসুদ হাসান বলেন,  "পুরনো ভবন হওয়ার কারণে এই দুরবস্থায় পড়তে হয়েছে। একই সাথে তিনি আরোও বলেন, "হাসপাতালে ডাক্তার পর্যাপ্ত থাকলেও ঘরের অভাবে তাদের বসানো সম্ভব হচ্ছে না। সম্প্রতি একজন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার এসেছেন তিনি আউটডোরে বসবেন। কিন্তু ঘরের অভাবে সেটাও সম্ভব হচ্ছে না। আমরা ইতিমধ্যেই পিডব্লিউডির সঙ্গেআলোচনা করেছি। অবিলম্বে নতুন ভবন নির্মাণের প্রস্তুতির উদ্যোগ নেওয়া হচ্ছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: ছাতা মাথায় বসতে হয়! ঘরে শ্যাওলা, জঙ্গল! এটা হাসপাতাল নাকি আবর্জনার স্তুপ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল