TRENDING:

Cooch Behar News: ব্রিজ থেকে WhatsApp-এ নিজের ভিডিও শেয়ার! তারপরেই ভয়াবহ কাজ করল স্কুল ছাত্রী!

Last Updated:

Cooch Behar News: একের পর এক হোয়াটসঅ্যাপ স্টাটাস ছাত্রীর। তার কিছুক্ষণ পরেই ভয়াবহ কাণ্ড ঘটায় ওই স্কুল ছাত্রী! শান্ত স্বভাবের মেয়ে, এমন কাজ কেন করল? কী ছিল ওই ভিডিও বার্তায়? জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সিতাই: আচকাই নিজের হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার পথ বেছে নিল সিতাইয়ের একজন স্কুল পড়ুয়া মেয়ে অঙ্কিতা রায়। দুপুর আনুমানিক তিনটে নাগাদ, একের পর এক হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিতে থাকে স্কুল পড়ুয়া অঙ্কিতা। এরপর সিতাইয়ের কামতেশ্বরী ব্রিজ এর উপরে উঠে একটা ভিডিও করে হোয়াটস্যাপে স্ট্যাটাসে দেয় সে। সেই ভিডিও ছাড়ার পরেই ব্রিজ থেকে সিঙ্গীমারি নদীতে ঝাঁপ দেয় অঙ্কিতা। গত ১০ তারিখ বিকেলের এই মর্মান্তিক ঘটনায় স্তব্ধ হয়ে পড়েছে গোটা এলাকার বাসিন্দারা।
নদীতে ঝাঁপ
নদীতে ঝাঁপ
advertisement

পরদিন রাত থেকেই উদ্ধারকার্য টিম অঙ্কিতার মৃতদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। কিন্তু, তার দেহ এখনো পর্যন্ত উদ্ধার করতে পারা সম্ভব হয়নি। সিতাই থানা পুলিশ, সিতাইয়ের বিডিও এবং সিভিল ডিফেন্স এর পক্ষ থেকে উদ্ধারকাজ চালিয়ে যাওয়া হচ্ছে। তবে নদীর জল বেড়ে রয়েছে অনেকটাই এবং জলের প্রবাহ মাত্রাও অনেক বেশি হয়ে রয়েছে। তাই আশঙ্কা করা হচ্ছে দেহ অনেক দূর পর্যন্ত ভেসে গিয়েছে কিনা।

advertisement

আরও পড়ুন:  ভুলেও অনলাইনে পুজো দেবেন না তারাপীঠে! পুরোটাই ফেক! সতর্ক করছেন মন্দির কর্তৃপক্ষ!

প্রসঙ্গত, অঙ্কিতা রায় দিনহাটা মহকুমার সোনি দেবী জৈন হাই স্কুলের একজন ছাত্রী ছিল। এমনটাই জানানো হয়েছে তার বন্ধুদের পক্ষ থেকে। খুবই শান্ত প্রকৃতির এবং হাসি-খুশি স্বভাবের মেয়ে ছিল অঙ্কিতা। তবে এই মেয়ে হঠাৎ করে কেন এমন করল তা এখনো পর্যন্ত কেউ বুঝে উঠতে পারছে না।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: ব্রিজ থেকে WhatsApp-এ নিজের ভিডিও শেয়ার! তারপরেই ভয়াবহ কাজ করল স্কুল ছাত্রী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল