পরদিন রাত থেকেই উদ্ধারকার্য টিম অঙ্কিতার মৃতদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। কিন্তু, তার দেহ এখনো পর্যন্ত উদ্ধার করতে পারা সম্ভব হয়নি। সিতাই থানা পুলিশ, সিতাইয়ের বিডিও এবং সিভিল ডিফেন্স এর পক্ষ থেকে উদ্ধারকাজ চালিয়ে যাওয়া হচ্ছে। তবে নদীর জল বেড়ে রয়েছে অনেকটাই এবং জলের প্রবাহ মাত্রাও অনেক বেশি হয়ে রয়েছে। তাই আশঙ্কা করা হচ্ছে দেহ অনেক দূর পর্যন্ত ভেসে গিয়েছে কিনা।
advertisement
আরও পড়ুন: ভুলেও অনলাইনে পুজো দেবেন না তারাপীঠে! পুরোটাই ফেক! সতর্ক করছেন মন্দির কর্তৃপক্ষ!
প্রসঙ্গত, অঙ্কিতা রায় দিনহাটা মহকুমার সোনি দেবী জৈন হাই স্কুলের একজন ছাত্রী ছিল। এমনটাই জানানো হয়েছে তার বন্ধুদের পক্ষ থেকে। খুবই শান্ত প্রকৃতির এবং হাসি-খুশি স্বভাবের মেয়ে ছিল অঙ্কিতা। তবে এই মেয়ে হঠাৎ করে কেন এমন করল তা এখনো পর্যন্ত কেউ বুঝে উঠতে পারছে না।
Sarthak Pandit