Birbhum News : ভুলেও অনলাইনে পুজো দেবেন না তারাপীঠে! পুরোটাই ফেক! সতর্ক করছেন মন্দির কর্তৃপক্ষ!
- Published by:Piya Banerjee
Last Updated:
Birbhum News : তারাপীঠে কোনও অনলাইন পুজোর ব্যবস্থা নেই! যারা এই অনলাইন পুজোর নামে হাজার হাজার টাকা নিচ্ছেন সবটাই ফেক! জানুন কী করবেন!
#বীরভূম : করোনাকালে সবচেয়ে বেশি যার ব্যবহার বেড়েছে তা হল ডিজিটাল মাধ্যমে। এই সময় থেকেই পড়াশোনা থেকে শুরু করে পূজার্চনা সবকিছুতেই অনলাইনের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। অন্যান্য বিভিন্ন জায়গার পাশাপাশি এইরকমই অনলাইনে পুজো দেওয়ার প্রচলন দেখা যাচ্ছে তারাপীঠে। সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে তারাপীঠে অনলাইনে পুজো দেওয়া নিয়ে চলছে প্রচারের রমরমা।
তারাপীঠে তারা মাকে দুর্গা পুজোই দুর্গা, লক্ষ্মী পুজোয় লক্ষ্মী, জগদ্ধাত্রী পুজোয় জগদ্ধাত্রী রূপে পূজা করা হয়। ঠিক তেমনি দীপান্বিতা অমাবস্যায় তারা মাকে দেবী কালী রূপে পুজো করা হয়। এমন পরিস্থিতিতে যদি কেউ কালীপুজোয় তারা মায়ের অনলাইনে পুজো দেওয়া নিয়ে পরিকল্পনা করে থাকেন তাহলে তার জন্য রয়েছে সতর্কবাণী। কারণ অনলাইনে দেওয়া পুজো আদৌ তারা মায়ের কাছে যাচ্ছে কিনা তা নিয়েই উঠছে প্রশ্ন! অনলাইনে পুজো দেওয়া নিয়ে তারাপীঠ মন্দির কমিটির সেবাইত সমিতির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানিয়েছেন, "তারাপীঠ মন্দির কমিটির তরফ থেকে অনলাইনে পুজো দেওয়ার কোনো ব্যবস্থা করা হয় না। অথবা যারা অনলাইনে পুজো দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন তাদের সঙ্গে তারাপীঠ মন্দিরের কোন সম্পর্ক নেই। ব্যক্তিগতভাবে এই সকল ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া চালানো হচ্ছে।"
advertisement
তারাপীঠ মন্দির কমিটির সেবাইত সমিতির সভাপতি তারাময় মুখোপাধ্যায়ের এই বক্তব্যের পর অনলাইনে এই পুজো দেওয়ার ব্যবস্থা নিয়ে উঠছে নানা প্রশ্ন! তাহলে কী অনলাইনে পুজো দেওয়ার এই ব্যবস্থা সম্পূর্ণ ভুয়ো? আদৌ যারা অনলাইনে পুজো দিচ্ছেন তাদের পুজো তারা মায়ের কাছে পৌঁছাচ্ছে তো? নাকি এসবকে ঘিরে চলছে প্রতারণা! তারাপীঠ মন্দির কমিটির সেবাইত সমিতির সভাপতি তারাময় মুখোপাধ্যায় আরও জানিয়েছেন, এই বিষয়ে তারা পদক্ষেপ গ্রহণ করার জন্য সাইবার সেলে অভিযোগ জানিয়েছেন। সাইবার সেল ব্যবস্থা গ্রহণ করলেই এই সকল অনলাইন পুজোর রমরমা বন্ধ হয়ে যাবে।
advertisement
advertisement
প্রসঙ্গত, অনলাইনে পুজো দেওয়ার ক্ষেত্রে নানা ধরনের রেট দেখা যায়। এমনকি বিশেষ দিনগুলিতে এই রেট কয়েক গুণ বৃদ্ধি পেতেও নজরে এসেছে। চলতি বছর কৌশিকি অমাবশ্যায় অনলাইনে পুজো দেওয়ার এই রেট ২০ হাজার টাকার উপরেও দেখা গিয়েছিল। সুতরাং তারা মায়ের অনলাইনে পুজো দেওয়ার আগে ১০০ বার ভাবতে হবে পুণ্যার্থীদের।
advertisement
Madhab Das
Location :
First Published :
October 14, 2022 6:02 PM IST