Sara Ali Khan Video: সারা আসলে এরকম? বিমানে উঠে এ কী করলেন তিনি? মুহূর্তে ভাইরাল ভিডিও
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Sara Ali Khan Video: সব সময় হাসি খুশি থাকেন সারা আলি খান। তবে দিল্লি থেকে মুম্বই ফেরার বিমানে তিনি ঘটিয়ে ফেললেন কাণ্ড! যা দেখলে চমকে যাবেন!
#মুম্বই: সারা আলি খান। বলিউডের এই নায়িকা এখন সব থেকে জনপ্রিয় তারকাদের একজন। সইফ আলি খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা কিন্তু অভিনয় জগতে আসার আগে যথেষ্ট কাল-ঘাম ছুটিয়েছেন। ৯৬ কেজি ওজন ছিল সারার। সেখান থেকে এখন ঝরঝরে হট নায়িকা তিনি। সারাকে মাঝে মধ্যেই দেখা যায় নানা জায়গায় ঘুরতে যেতে। বেশির ভাগ সময় মা ও ভাইকে নিয়েই বেড়াতে যান। বান্ধবী জাহ্নবী কাপুরকে নিয়েও ঘুরে বেড়ান তিনি।
বলিউডে একের পর এক হিট ছবি রয়েছে সারার। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ছবি করেই সিনেমা জগতে পা রাখেন তিনি। প্রথম থেকেই সকলের নজরে আসেন সারা। তারপর রণবীর সিং, বরুণ ধাওয়ান, ধানুশ, অক্ষয় কুমার কে নেই তাঁর নায়কের তালিকায়! সারা ট্রাভেল ভ্লগও বানান। বিভিন্ন জায়গায় গিয়ে সেখান কার ভিডিও করে নিজের সোশ্যাল মিডিয়া সাইটে আপলোড করেন।
advertisement
Check out the humble behaviour of #saraalikhan in flight from Delhi to Mumbai. She gave selfies to everyone with warm gesture. #exclusive @SaraAliKhan pic.twitter.com/61iFwddDRz
— Crazy 4 Bollywood (@crazy4bolly) October 12, 2022
advertisement
সেখানে কখনও দেখা যায় নাচছেন সারা, আবার কখনও দাঁত তুলতে গিয়েছেন সেই ভিডিও-ও পোস্ট করেন। তবে সারা যে এই কাণ্ড করতে পারেন তা কারও ভাবনার বাইরে। সারাকে মাঝে মধ্যেই বিমান বন্দরে দেখা যায়। সেখানে সকলের সঙ্গে হেসেই কথা বলেন তিনি। বলিউডের অন্য স্টারেদের মতো স্টারডাম খুব একটা নেই তাঁর। তাই বলে তিনি এমন কাণ্ড ঘটাবেন, তা ভাবনার অতীত।
advertisement
সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে দিল্লি থেকে মুম্বই ফেরার জন্য ফ্লাইটে ওঠেন সারা। ফ্লাইটে সারাকে দেখতে পেয়েই সকলেই উত্তেজিত হয়ে পড়েন। এয়ারহোস্টেস থেকে সাধরণ যাত্রীরা সেলফি তোলার জন্য এগিয়ে আসেন। আর তখনই কাণ্ড ঘটান সারা। সাধারণত এই ধরনের পরিস্থিতিতে পড়লে এড়িয়ে যান তারকারা। কিন্তু সারা একেবারে উল্টো কাজ করলেন। তিনি নিজে এগিয়ে এসে সকলের সঙ্গে সেলফি তুললেন। যাত্রীদের ফোন নিজের হাতে নিয়ে সেলফি তুলে দিলেন। তারপর হাসি মুখে নিজের সিটে গিয়ে বসলেন। এই ভিডিও সোশ্যাল মাধ্যমে শেয়ার হতেই ভাইরাল হয়। সকলেই প্রশংসা করেছেন সারার। নেটিজেনরা বলছেন মাটির মানুষ সারা আলি খান।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 14, 2022 4:16 PM IST