আরও পড়ুন: চুরি হয়ে যাচ্ছে নদী, ম্যানগ্রোভ ‘সাফ’ করে বাড়ি বিরোধী নেতার! কুলতলিতে ‘কু’নাট্য
মঙ্গলবার গভীর রাতে মাথাভাঙার ৯ নম্বর ওয়ার্ডে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা সঞ্জীব রায়ের বাড়িতে চুরি হয়েছে। কিছুদিন আগেই তাঁর পাশের বাড়িতে একইভাবে রাতের অন্ধকারে চুরি হয়। কিছু দিনের ব্যবধানে দুটি পাশাপশি বাড়িতে চুরির ঘটনায় গোটা এলাকার মানুষ ভয়ে ও আতঙ্কে রয়েছেন।
advertisement
স্থানীয় সূত্রে খবর, রাতের অন্ধকার ও বাড়ি ফাঁকা থাকার সুযোগে বাড়িতে ঢুকেছিল চোর। বাড়ির পাঁচিল টপকে ঢুকে ঘরের তালা ভাঙে। তারপর এক এক করে আলমারি ও শোকেসের তালা ভেঙে বেশ কিছু টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দেয়। সকালে প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় তাঁরা বাড়ির মালিককে খবর দেন। তিনি এসে দেখেন বাড়িতে চুরি হয়েছে। এরপর ফোন করে মাথাভাঙা থানায় বিষয়টি জানানো হয়।
পুলিশ সূত্রে খবর, গোটা মাথাভাঙা জুড়ে একের পর এক চুরির ঘটনার তদন্ত গুরুত্ব দিয়ে চলছে। পুলিশের আশ্বাস দ্রুত এই ঘটনার কিনারা করে ফেলা হবে।
কোচবিহার খবর (Cooch Behar News)
সার্থক পণ্ডিত