তিনি আরও জানান, “একটা সময় কোভিড ভাইরাসের আক্রমণে মানুষ স্বাস্থ্যবিধি মানতে বাধ্য হয়েছিল। তবে কোভিড চলে যাওয়ার পর থেকেই সেই সমস্ত স্বাস্থ্যবিধি মানুষের মধ্যে থেকে উধাও হয়ে যাচ্ছে। তবে এই সমস্ত স্বাস্থ্যবিধি মানলে যে কোনও পেটের রোগের থেকে খুব সহজেই পরিত্রাণ পাওয়া সম্ভব। পর্যাপ্ত স্যানিটাইজেশন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রোগ থেকে দূরে রাখতে পারে যে কোনও মানুষকে। এছাড়াও মরশুমি শাকসবজি ও ফল যেমন কলা, স্কোয়াশ, পেঁপে, কাঁচকলা এই সমস্ত বেশি খাওয়া উচিত। এই সমস্ত খাওয়ার জিনিসের মধ্যে প্রকৃতিগতভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার উপাদান রয়েছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই বাচ্চা এবং বড়রা এই বিষয়টি এড়িয়ে যান।”
advertisement
সবশেষে তিনি জানান, একান্তই বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে তবে প্রাথমিকভাবে ঘরোয়া পদ্ধতির মাধ্যমে চিকিৎসা করানো উচিত। এর জন্য চিন্তিত হয়ে পড়ার কোনও কারণ নেই। তবে অসুস্থতার লক্ষণের উপর ভিত্তি করে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ওষুধ দিতে হবে। মূলত এই সময় বাচ্চাদের পেটের বিভিন্ন ধরনের অসুখ লেগে থাকে। সেক্ষেত্রে তবে বাচ্চার শারীরিক পরিস্থিতির ওপর ভিত্তি করে কাছের কোনও হাসপাতাল কিংবা চিকিৎসকের পরামর্শ মেনে জরুরি পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।