মাথাভাঙার গাদলের কুঠি এলাকার ভাঙা সেতু নিয়ে নিত্য সমস্যায় গ্রামবাসীরা। দীর্ঘ প্রায় ১০ বছর যাবৎ ভাঙা অবস্থাতেই পড়ে রয়েছে সেতুটি। বারবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। এই নিয়ে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ জমতে শুরু করেছে। তাঁরা যেকোনও মূল্যে এই দীর্ঘ সমস্যা থেকে মুক্তি চান। চান সেতুটি দ্রুত নির্মাণ করা হোক।
advertisement
আরও পড়ুন: স্যানিটারি ন্যাপকিন তৈরির মেশিন কীভাবে কাজ করে, দেখুন ভিডিও
স্থানীয় বাসিন্দা জিতেন বর্মন বলেন, "দীর্ঘ প্রায় ১০ বছর যাবত এই সেতু ভাঙা অবস্থায় পড়ে আছে। আর পুনর্নির্মাণ করা হয়নি। সরকারিভাবে একবার উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এই বিষয়ে স্থানীয় মানুষেরা রীতিমত ক্ষুব্ধ।" এলাকার অন্য এক বাসিন্দা আমজাদ হোসেন বলেন, "ভোট আসার আগে বিভিন্ন দলের বিভিন্ন নেতাদের দেখা যায়। কিন্তু ভোট চলে গেলেই সব শেষ। তাই আমরা ঠিক করেছি, পঞ্চায়েতের ভোটের আগে সেতুর কাজ শুরু না হলে ভোট বয়কট করব।"
এই সেতুকে নিয়ে সমস্যার কারনে পাশেই একটি অস্থায়ী বাঁশের সেতু তৈরি করা হয়েছে। যাতে সাধারণ মানুষকে টাকা দিয়ে পারাপার করতে হয়। এছাড়া বর্ষার সময় এই নদী পারপার করার সমস্যা আরও কয়েকগুণ বেড়ে যায়। এই পরিস্থিতিতে দাঁড়িয়েই স্থানীয়রা পঞ্চায়েত ভোট বয়কটের চিন্তাভাবনা শুরু করেছেন। তাঁদের অভিযোগ, প্রশাসন যখন তাঁদের কথা ভাবে না, তখন তারাই বা কেন ভোট দেবেন।
সার্থক পণ্ডিত