TRENDING:

Cooch Behar News: ১০ বছরেও ভাঙা সেতু আর জুড়ল না, তাই ভোট বয়কটের ভাবনা

Last Updated:

এক দশকেও ভাঙা সেতু মেরামত না হওয়ায় ভোট বয়কটের ভাবনা কোচবিহারের মাথাভাঙায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচবিহার: দশ বছর আগে ভেঙে গিয়েছিল সেতু। কিন্তু এক দশকেও নতুন সেতু পেল না কোচবিহারের মাথাভাঙার কুঠি এলাকা। ফলে প্রতিদিন নদী পেরিয়ে কাজকর্ম করার ক্ষেত্রে পড়তে হচ্ছে ভয়ঙ্কর সমস্যার মুখে।
advertisement

মাথাভাঙার গাদলের কুঠি এলাকার ভাঙা সেতু নিয়ে নিত্য সমস্যায় গ্রামবাসীরা। দীর্ঘ প্রায় ১০ বছর যাবৎ ভাঙা অবস্থাতেই পড়ে রয়েছে সেতুটি। বারবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। এই নিয়ে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ জমতে শুরু করেছে। তাঁরা যেকোনও মূল্যে এই দীর্ঘ সমস্যা থেকে মুক্তি চান। চান সেতুটি দ্রুত নির্মাণ করা হোক।

advertisement

আরও পড়ুন: স্যানিটারি ন্যাপকিন তৈরির মেশিন কীভাবে কাজ করে, দেখুন ভিডিও

স্থানীয় বাসিন্দা জিতেন বর্মন বলেন, "দীর্ঘ প্রায় ১০ বছর যাবত এই সেতু ভাঙা অবস্থায় পড়ে আছে। আর পুনর্নির্মাণ করা হয়নি। সরকারিভাবে একবার উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এই বিষয়ে স্থানীয় মানুষেরা রীতিমত ক্ষুব্ধ।" এলাকার অন্য এক বাসিন্দা আমজাদ হোসেন বলেন, "ভোট আসার আগে বিভিন্ন দলের বিভিন্ন নেতাদের দেখা যায়। কিন্তু ভোট চলে গেলেই সব শেষ। তাই আমরা ঠিক করেছি, পঞ্চায়েতের ভোটের আগে সেতুর কাজ শুরু না হলে ভোট বয়কট করব।"

advertisement

এই সেতুকে নিয়ে সমস্যার কারনে পাশেই একটি অস্থায়ী বাঁশের সেতু তৈরি করা হয়েছে। যাতে সাধারণ মানুষকে টাকা দিয়ে পারাপার করতে হয়। এছাড়া বর্ষার সময় এই নদী পারপার করার সমস্যা আরও কয়েকগুণ বেড়ে যায়। এই পরিস্থিতিতে দাঁড়িয়েই স্থানীয়রা পঞ্চায়েত ভোট বয়কটের চিন্তাভাবনা শুরু করেছেন। তাঁদের অভিযোগ, প্রশাসন যখন তাঁদের কথা ভাবে না, তখন তারাই বা কেন ভোট দেবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: ১০ বছরেও ভাঙা সেতু আর জুড়ল না, তাই ভোট বয়কটের ভাবনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল