TRENDING:

Coochbehar News: জঙ্গলের কাছে যেতেই আঁতকে উঠলেন স্থানীয়রা! তারপর যা হল

Last Updated:

নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার হল মেখলিগঞ্জের জঙ্গল থেকে। স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে দেহ ময়নাতদন্তে পাঠায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: মেখলিগঞ্জ ব্লকের জামালদহ এলাকায় সরকারি বনাঞ্চলে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম মধুসূদন বর্মন (৪২)। গত ৫ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের সদস্যরা তাঁর নিখোঁজ হওয়ার ডায়েরিও করেছিলেন থানায়। এদিন মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মেখলিগঞ্জ থানার ওসি রাহুল তালুকদার ও সিআই পূরণ রাইয়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় পুলিশ।
প্রতিকী ছবি
প্রতিকী ছবি
advertisement

আরও পড়ুন: শিলিগুড়ির এই পুজোর থিম ‘মাটির টানে’, হারিয়ে যাওয়া মাটির জিনিসে সেজে উঠছে মণ্ডপ

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৪ অক্টোবর মধুসূদন বর্মন ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েতের কোরতলি এলাকায় নিজের শ্বশুরবাড়িতে যান। সেখানে স্ত্রীর সঙ্গে তাঁর বচসা হয়। এরপর মধুসূদন বর্মনের দাদা ও ভাই তাঁকে শ্বশুরবাড়ি থেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন। পরেরদিন মধুসূদন বর্মন দিদির বাড়িতে যান। সেখানে দিদির কাছ থেকে ২০০ টাকা নিয়ে জামালদহ বাজারে যাওয়ার নাম করে বেরিয়ে যান। তারপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও কোনও সন্ধান না পেয়ে থানায় ডায়েরি করেছিল পরিবারের সদস্য।

advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে জামালদহ এলাকায় সরকারি বনাঞ্চলে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: জঙ্গলের কাছে যেতেই আঁতকে উঠলেন স্থানীয়রা! তারপর যা হল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল