আরও পড়ুন: জমির কাগজ নেই তাঁদের! বালুরঘাট-হিলি রেললাইন সম্প্রসারণে মাথায় হাত ৩৫ টি পরিবারের
যেকোনও মুহুর্তে ভেঙে পড়তে পারে এই সেতুটি। বন্ধ হয়ে যেতে পারে গ্রামের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা। গ্রামের বাসিন্দা কালিকান্ত বর্মন জানান, বিগত পাঁচ বছর ধরে সেতুর অবস্থা একেবারেই বেহাল হয়ে রয়েছে। বহুবার স্থানীয় প্রশাসনিক কর্তাদের জানিয়েও কোনও লাভ হয়নি। এখনও পর্যন্ত এই সেতুর মেরামতির কোনও কাজ হয়নি। যেকোনও মুহুর্তে ভেঙে পড়তে পারে সেতুটি।
advertisement
আনন্দ মণ্ডল ও আমোদি মণ্ডল নামে গ্রামের আরও দুই বাসিন্দা জানান, একটি সামান্য টোটো এই সেতুর উপর দিয়ে যাতায়াত করলেও সেতুটি কাঁপতে থাকে। বিস্তীর্ণ গ্রামের মানুষের ভরসা এই সেতু। পাশের চান্দামারী গ্রাম পঞ্চায়েতের কালভাঙা সেতু কিছুদিন আগেই ভেঙে পড়েছে। এই কারণে গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়ে গিয়েছে। সব মিলিয়ে গ্রামের মানুষেরা একপ্রকার নিরুপায় হয়েই এই বেহাল সেতু দিয়ে যাতায়াত করে চলেছেন। তবে যদি আচমকাই কোন সময় এই সেতু ভেঙে পড়ে। এবং এরফলে যদি কোন মানুষের ক্ষতি হয় তখন তার দায় কে বহন করবে তা নিয়ে প্রশ্ন উঠছে।
সার্থক পণ্ডিত