রীতিমতো আগ্নেয়াস্ত্র দেখিয়ে ওই পেট্রোল পাম্পে ডাকাতি করে বলে জানান ওই পেট্রোল পাম্পে রাতে প্রহরারত থাকা দুই কর্মী। ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে আসে কোচবিহার কোতোয়ালি থানায় পুলিশ। ওই ঘটনার পর থেকেই এলাকায় মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে ডাকাত দল তারা পেট্রোল পাম্পের অফিসে প্রবেশ করে কর্মরত কর্মীদের মারধর করে টাকা ছিনতাই করে পালাচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ পরিবেশকে দূষণ মুক্ত রাখতে গুড়িয়াহাটি ক্লাবের থিম 'আমায় মুক্ত কর'
সেই সময় তাদের প্রত্যেকের হাতে ছিল আগ্নেয়াস্ত্র এমনটাই চিত্র উঠে এসেছে সেই সিসিটিভি ফুটেজে। এদিকে বুধবার সকালে ওই পেট্রোল পাম্পে যান কোচবিহার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ, ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস সহ পুলিশের অন্যান্য একাধিক শীর্ষ আধিকারিকরা। এই ডাকাতির বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত সুপার কুমার সানি রাজ বলেন, "ঘটনা তদন্ত শুরু হয়েছে। যাবতীয় পদক্ষেপ জেলা পুলিশের তরফ থেকে নেওয়া হচ্ছে”।
Sarthak Pandit