শহরে ঢোকার মুখেই এই গেট থাকলে প্রচুর পর্যটকেরা শহর কোচবিহারের প্রতি একটি ভাল ধারণা নিতে পারবেন। এই গেট তৈরির কাজ ইতিমধ্যেই প্রায় অনেকটা এগিয়ে গিয়েছে। গিটার এক পাশের মূল ভিত্তিপ্রস্তর কাজ চলছে দ্রুত গতিতে। এই কাজ আগামী ২ বছরের মধ্যেই সম্পূর্ণ শেষ করা হবে। এই গেট তৈরির কাজের সুপারভাইজার নয়ন রায় বলেন, "প্রতিদিন প্রায় ১২ থেকে ১৫ জন মিস্ত্রি এই গেটের কাজ করে চলেছেন। প্রতি দিন প্রায় আট ঘণ্টা কাজ করা হচ্ছে এই গেট তৈরির জন্য। আগামী দু বছরের মধ্যেই এই গেটের কাজ সম্পূর্ণ করা হবে এমনটাই আশা রয়েছে। সেজন্য এই গেট তৈরির কাজ চলছে দ্রুতগতিতে।"
advertisement
আরও পড়ুনঃ জেলা বইমেলা এই বছর অনুষ্ঠিত হচ্ছে দিনহাটা মহকুমায়
তবে এই গেট তৈরি করার ফলে খুশি কোচবিহারবাসী। সকলেই অধীর আগ্রহ অপেক্ষা করছেন এই গেট সম্পূর্ণ তৈরি হওয়ার জন্য। এই গেটের সামনে সেলফি পয়েন্ট রাখা হবে এমনটাই জানানো হয়েছে সরকারি ভাবে। কোচবিহারের এক বাসিন্দা পার্থপ্রতিম চক্রবর্তী জানান, "কোচবিহার শহর হেরিটেজ ঘোষণার পর থেকেই কোচবিহারবাসী অনেকটাই আনন্দিত হয়ে রয়েছে। এই গেট কোচবিহার শহরের হেরিটেজ তকমা কে অনেকটাই বাড়িয়ে তুলবে।
আরও পড়ুনঃ পণ্যবাহী ট্রাকের ধাক্কা যাত্রী প্রতীক্ষালয়ে! অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক
কোচবিহারবাসি অধীর আগ্রহ অপেক্ষা করছে এই গেট সম্পূর্ণ তৈরি হওয়ার জন্য। দ্রুত এই গেট তৈরি কাজ সম্পন্ন শেষ করা হলে এই গেটের সামনে থাকা সেলফি পয়েন্টে দাঁড়িয়ে অনেকেই সেলফি তুলবেন। এমনটাই ইচ্ছে রয়েছে অনেকের। কোচবিহারের পিডব্লিউডি এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জানান, "মোট ১ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে এই গেট তৈরি করা হচ্ছে। এই গেট তৈরি করা হচ্ছে কোচবিহার শহরের ঢোকার মুখে খাগড়াবাড়ি চৌপথি এলাকায়। ২০২৪ সালের জানুয়ারি মাসের মধ্যে এই গেটের কাজ সম্পূর্ণ সম্পন্ন করা হবে।"
Sarthak Pandit