পুলিশ সূত্রে খবর, সোমবার বিকেলে মহম্মদবাজারে বাইক চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ে পলাশ। তার বাড়ি মহম্মদবাজারেরই দামরা গ্রামে। তাকে জিজ্ঞাসাবাদ করে বীরভূমের বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়া ৯ টি বাইকের সন্ধান মেলে। পুলিশ হানা দিয়ে বাইকগুলি উদ্ধার করে। এর মধ্যে দুটি বাইক মহম্মদবাজার থেকেই চুরি হয়েছিল। রামপুরহাট থেকে একটি ও খয়রাশোল থেকে একটি বাইক চুরি হয়েছিল। বাকি পাঁচটি বাইক পাশের রাজ্য ঝাড়খণ্ডের।
advertisement
আরও পড়ুন: আজ দিনহাটায় সুকান্ত, নিশীথ ইস্যুতে রাজনীতির হাওয়া গরম! দুই ফুল শিবিরের তরজা তুঙ্গে
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তদন্ত মিটলেই বাইকগুলো যে যার মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হবে। পুলিশ ধৃত পলাশ বাউড়িকে জেরা করে এই বাইক চুরি ও পাচার চক্রের মাথাদের সন্ধান পাওয়ার চেষ্টা করছে। এই চক্রের জাল কতদূর বিস্তৃত সেটাও ধৃতকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যাবে বলে তদন্তকারী অফিসারের ধারণা।