আজ দিনহাটায় সুকান্ত, নিশীথ ইস্যুতে রাজনীতির হাওয়া গরম! দুই ফুল শিবিরের তরজা তুঙ্গে

Last Updated:

'যদি ওরা( তৃণমূল)মনে করে আমাদের নেতা, মন্ত্রী, এমপি এমএলএদের বাড়ি ঘেরাও করবে, তাহলে আমরাও তো পারি। অভিষেক কেন, মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করব আমরা। ওরা যদি মনে করে রাজনীতিটা এইখানে নিয়ে যেতে চায় তাহলে আমরাও রেডি আছি'। বললেন দিলীপ ঘোষ। 

মঙ্গলে দিনহাটায় সুকান্ত, নিশীথ ইস্যুতে রাজনীতির হাওয়া গরম! দুই ফুল শিবিরের তরজা তুঙ্গে
মঙ্গলে দিনহাটায় সুকান্ত, নিশীথ ইস্যুতে রাজনীতির হাওয়া গরম! দুই ফুল শিবিরের তরজা তুঙ্গে
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কোচবিহার: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে 'হামলা'। এ নিয়ে আজও বঙ্গ রাজনীতির হাওয়া গরম। এরই মাঝে আজ, মঙ্গলবার কোচবিহারের দিনহাটা যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দলের কোচবিহারের জেলা নেতৃত্বের সঙ্গেও সুকান্ত মজুমদার বৈঠক করবেন বলে বিজেপি সূত্রের খবর। সেখান থেকে সুকান্ত মজুমদার কী বার্তা দেন সেদিকে নজর রাজনৈতিক মহলের।
অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের কথায়, ‘‘ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, যাতে আমরা নির্বাচনে না যাই, না লড়ি। লোক যাতে ভোট না দেয় পঞ্চায়েতে। ফাঁকা মাঠে জিততে চাইছে। ওটা হবে না। মানুষ তৈরি আছে।’’ পাল্টা শাসক শিবিরের বক্তব্য, ‘‘ওদের কাজ কুৎসা করা। তার পরেও শিক্ষা নিয়ে আমরা পুরষ্কার পেলাম। ওদের জন্য বেল পাকলে কাকের কি? ’’
advertisement
advertisement
শনিবার দুপুর। কোচবিহারের দিনহাটার বুড়িরহাটে ধুন্ধুমার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের কনভয়ে 'হামলা'। বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ। এ নিয়ে উত্তপ্ত হয় রাজ্য রাজনীতি। বিজেপি নেতা দিলীপ ঘোষ এও বলেন, ‘‘আক্রমণ তো আমাদের উপর বহুবার হয়েছে। এটা সারা দেশ দেখছে, এমন একটা রাজ্য যেখানে স্বরাষ্ট্র মন্ত্রীও সুরক্ষিত নয়। মাননীয় নাড্ডাজিকেও আক্রমণ করা হয়েছিল। সরকার বলে কিছু নেই। প্রশাসন বলে কিছু নেই।’’
advertisement
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘‘ওরা যা খুশি বলুক। যা খুশি করুক। ওরা গো-হারা হারবে। মানুষ আমাদের সঙ্গে আছে। আর ওদের সঙ্গে সিবিআই, ইডি, রাজভবনের উঠোন। এই করে মানুষের শুভেচ্ছা পাওয়া যায় না৷ এই করে মানুষের মন জয় করা যায় না।’’
advertisement
গত বছরের ডিসেম্বর মাস। বিএসএফের গুলিতে প্রাণ যায় এক রাজবংশী যুবকের বলে অভিযোগ। প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেইমতো ১৯ ফেব্রুয়ারি ঘেরাও কর্মসূচি করে তৃণমূল। তখন থেকেই কোচবিহারে হাওয়া গরম। বঙ্গ রাজনীতিতেও চলছে কথার লড়াই।
বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ আগেই মন্তব্য করে বলেছিলেন, ‘‘যদি ওরা (তৃণমূল) মনে করে আমাদের নেতা মন্ত্রী এমপি এমএলএ-দের বাড়ি ঘেরাও করবে, তাহলে আমরাও তো পারি। অভিষেক কেন, মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করব আমরা। ওরা যদি মনে করে রাজনীতিটা এইখানে নিয়ে যেতে চায় তাহলে আমরাও রেডি আছি'।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
আজ দিনহাটায় সুকান্ত, নিশীথ ইস্যুতে রাজনীতির হাওয়া গরম! দুই ফুল শিবিরের তরজা তুঙ্গে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement