ঘটনাটি ঘটেছে সোমবার বীরভূমের বোলপুরে। ওই সংগঠন সূত্রে জানা গিয়েছে, পাড়ুইয়ের বাসিন্দা মহম্মদ সাইদুল হক। তাঁর বছর আড়াইয়ের কন্যা সাইনা খাতুন থ্যালাসেমিয়া আক্রান্ত। কিন্তু সাইনার প্রয়োজনীয় গ্রুপের রক্ত জোগাড় করতে পারছিলেন না সাইদুল এবং তাঁর পরিবারের লোকজন। বাধ্য হয়ে সেই সমস্যার কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করা হয়।
আরও পড়ুন: আইআইটি খড়গপুরে পড়তে পারবেন বিদেশী পড়ুয়ারাও! জারি করা হল নতুন বিজ্ঞপ্তি
advertisement
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই খবর জানতে পারেন বীরভূম ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। সঙ্গে সঙ্গে তাঁরা তাঁদের ডোনার তালিকা চেক করেন এবং ওই গ্রুপের রক্ত কে দিতে পারবেন তাঁর সন্ধান শুরু হয়। এরপরেই বোলপুরের বাসিন্দা প্রাণতশ্মী নন্দির সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি এসে ওই গ্রুপের রক্ত দেন। ওই সংগঠনের সদস্যরা জানান, যে সকল গ্রুপের রক্ত চট করে পাওয়া যায় না। তাঁদের একটি তালিকা রয়েছে সংগঠনের কাছে ৷ সেখান থেকে ডোনারের সন্ধান পাওয়া গিয়েছে বলে জানা যায়া।
শুভদীপ পাল