West Midnapore News: আইআইটি খড়গপুরে পড়তে পারবেন বিদেশী পড়ুয়ারাও! জারি হল নতুন বিজ্ঞপ্তি

Last Updated:

বিদেশী পড়ুয়াদের স্বাগত জানাচ্ছে খড়্গপুর আইআইটি। স্নাতকোত্তর (Postgraduate) এবং গবেষণা (Doctoral Programs)'র জন্য বিদেশি পড়ুয়াদের আবেদন জানানোর আহ্বান জানানো হয়েছে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) এর তরফে।

খড়গপুর: এবার বিদেশি পড়ুয়ারাও পড়তে পারবেন খড়গপুর আইআইটিতে। বিদেশী পড়ুয়াদের স্বাগত জানাচ্ছে খড়্গপুর আইআইটি। স্নাতকোত্তর (Postgraduate) এবং গবেষণা (Doctoral Programs)'র জন্য বিদেশি পড়ুয়াদের আবেদন জানানোর আহ্বান জানানো হয়েছে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) এর তরফে। আইআইটি'র আগস্ট সেমিস্টার (Autumn Semester 2023-'24) এর জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আইআইটি খড়্গপুরের তরফে। ৬০-টিরও বেশি স্নাতকোত্তর (Postgraduate/Masters) কোর্সে এবং ৫০-টির বেশি ডক্টরাল প্রোগ্রামে বা গবেষণা সংক্রান্ত বিষয়ে বিদেশি পড়ুয়ারা আবেদন জানাতে পারবেন।
একটি বিজ্ঞপ্তি জারি করে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) কর্তৃপক্ষ জানিয়েছেন, আসন্ন আগস্ট সেমিস্টারে (শরৎ সেমিস্টারে) ৬০-টিরও বেশি বিষয়ে স্নাতকোত্তর স্তরে বিদেশি শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। কারিগরি, প্রযুক্তি, বেসিক সায়েন্স, সোশ্যাল সায়েন্স, আইন, মেডিসিন সহ একাধিক বিভাগে এই সুযোগ পাবেন বিদেশি শিক্ষার্থীরা।
advertisement
advertisement
খড়্গপুর আইআই-টিতে গবেষণাও করতে পারবেন তাঁরা। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাস্টার্স অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (MHRM), মাস্টার ইন মেডিকেল সায়েন্স এন্ড টেকনোলজি (MMST), মাস্টার অফ সিটি প্ল্যানিং (MCP), আইনের উপর বিশেষ LLM কোর্স প্রভৃতি অভিনব ও যুগপোযোগী বিষয়ে স্নাতকোত্তর কোর্স করার সুযোগও পাবেন পড়ুয়ারা।
এ জন্য বিদেশি পড়ুয়ারা আইসিসিআর অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস এর মাধ্যমে আর্থিক সহায়তা এবং ভারতের বিভিন্ন স্কলারশিপ গ্রহণ করতে পারবেন। শুধু তাই নয় খড়্গপুর আইআইটি কর্তৃপক্ষ তাঁদের নিজস্ব স্কলারশিপের ব্যবস্থা করবে বলে জানানো হয়েছে। এমনকী, আইআইটি খড়্গপুরের প্রাক্তনীদের তৈরি বিশেষ স্কলারশিপের সুযোগও বিদেশি পড়ুয়ারা গ্রহণ করতে পারবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
advertisement
বিশদে জানার জন্য আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে (http://international.iitkgp.ac.in) এ যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: আইআইটি খড়গপুরে পড়তে পারবেন বিদেশী পড়ুয়ারাও! জারি হল নতুন বিজ্ঞপ্তি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement