দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার থেকেই জেলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। আগামী কয়েক দিনে তাপমাত্রার পারদও আরও চড়বে৷ আরও এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা৷ তাই স্বাভাবিক ভাবেই তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর৷ রীতিমতো লু বইবে৷ তাই দুপুরের পর বাইরে বেরনোর ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে। শ্রীনিকেতন আবহাওয়া দফতর সূত্রে আরও জানা গিয়েছে, আগামী কয়েকদিনে বৃষ্টির কোন রূপ সম্ভাবনা নেই৷
advertisement
আরও পড়ুন: লক্ষ্মী পেঁচার মাথায় সিঁদুর লেপা! উড়ে আসছে গ্রাম থেকে! রহস্য কী? জানলে চমকাবেন!
বাংলা নববর্ষ থেকে দক্ষিণবঙ্গের হাল যে আরও বেগতিক হবে তা বলাই যায়৷ একদিকে, বৃষ্টি নেই। অন্যদিকে, তীব্র গরমে ক্ষতিগ্রস্ত চাষিরাও৷ আম-লিচুর মরশুমে চড়া রোদ চরম ক্ষতিকারক। শ্রীনিকেতন আবহাওয়া দফতরের আধিকারিক বিষ্ণুপ্রসাদ কোনাই বলেন, "এদিন ৪১ ডিগ্রি পার করে গিয়েছে তাপমাত্রা। আরও এক দুই ডিগ্রি বাড়বে তাপমাত্রা। লু বইবে৷ বৃষ্টির এখনই কোন সম্ভাবনা নেই৷ মানুষজনকে বলব দুপুরে সূর্যালোক এড়িয়ে যেতে৷ প্রয়োজনীয় জল পান করতে হবে।"
Subhadip Pal