Howrah News | Viral News: লক্ষ্মী পেঁচার মাথায় সিঁদুর লেপা! উড়ে আসছে গ্রাম থেকে! রহস্য কী? জানলে চমকাবেন!

Last Updated:

Howrah News | Viral News: পেঁচার মাথায় কোথা থেকে এলো সিঁদুর! কী করে সম্ভব? জানলে অবাক হবেন

+
লক্ষ্মীপেঁচা

লক্ষ্মীপেঁচা

হাওড়া: কুসংস্কারের ফাঁদে পড়ে মৃত্যু মুখে লক্ষ্মীপেঁচা। ইদানিং লুপ্তপ্রায় প্রাণী খবরের খোঁজ বা বাসস্থানের অভাবে। লোকালয় এসে ধরা দিচ্ছে পেঁচা। বাসস্থানের অভাব খাদ্যের খোঁজ অথবা নাইলন সুতোর ফাঁদে পড়েই সমস্যা বাড়ছে। এই কয়েক মাসে জেলার বিভিন্ন প্রান্তে পেঁচা উদ্ধারের ঘটনা সামনে আসে। এর মধ্যেই বিস্ময়কর ঘটনা হল লক্ষ্মী পেঁচার গায়ে সিঁদুর লেপার ঘটনা। সাদা বড় পেঁচা, যেটিকে লক্ষ্মীপেঁচা হিসাবে চেনেন সাধারণ মানুষ।
কিছুদিন আগে একটি লক্ষ্মীপেঁচা উদ্ধার হয়। স্থানীয় মানুষ পেঁচাটি  দেখার পর তার কপালে সিঁদুর লেপে দেওয়ার মতো ঘটনা ঘটায়। মনে করা হচ্ছে ওই পেঁচাটির মৃত্যুর কারণ হতে পারে সিঁদুর। দিন কয়েক কাটতে না কাটতেই। তারপর আবারও সেই একই ঘটনা। যদিও এবার পেঁচাটিকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেওয়া সম্ভব হয়েছে। ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুর সন্তোষবাটী গ্রামে। ওই গ্রাম থেকে মাথায় সিঁদুর মাখানো অবস্থায় উদ্ধার হয় একটি পূর্ণবয়স্ক লক্ষ্মী পেঁচা। ওই এলাকার পরিবেশ বন্ধু শর্মিষ্ঠা চক্রবর্তী ফোন করে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের মাজু সাব ইউনাটের সদস্য সৌরভ দত্তকে জানায়, তাদের বাড়িতে একটি লক্ষ্মী পেঁচা উদ্ধার করে রাখা হয়েছে। খবর পাওয়া মাত্র সৌরভ দত্ত বনদফতরকে পেঁচাটি উদ্ধারের বিষয়ে জানায়।
advertisement
advertisement
বৃহস্পতিবার বন দফতর কর্মীরা ওই এলাকায় গিয়ে দেখেন লক্ষ্মীপেঁচাটির মাথায় সিঁদুরের চিহ্ন। জানা যায়, পেঁচাটির কপালে কিছু স্থানীয় মানুষ সিঁদুর লেপে দিয়েছে। কুসংস্কার বশত মানুষের এ ধরণের কাণ্ডকারখানা বাড়ছে। এভাবে অবৈজ্ঞানিকভাবে সিঁদুর লেপন করার ফলে পেঁচাটির মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। কিছুদিন আগে সিঁদুর মাখানোর ফলে একটি লক্ষ্মীপেঁচার মৃত্যুর মতো ঘটনা সামনে আসে। তারপর আবারও এই ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। 'অ্যাভিস' গোত্রীয় নিশাচর প্রাণী পেঁচা। পেঁচাটিকে খাঁচার মধ্যে রেখে দুধ খেতে দেওয়া হয়েছে। তা দেখে বন দফতর কর্মীরা বেশ অবাক হন।
advertisement
হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের মাজু সাব ইউনিটের পক্ষ থেকে এলাকায় সচেতনতা মূলক লিফলেট প্রদান করা হয়। এ বিষয়ে মানুষকে সচেতনবার্তা। ইঁদুর,ব্যাঙ,মাংস প্রভৃতি লক্ষ্মীপেঁচার খাদ্য। সেই খাদ্যের টানেই মূলত লক্ষ্মী পেঁচা বা অন্যান্য পেঁচা আসে বাড়ির কাছা কাছি। পেঁচাটি বেশ কিছুটা অসুস্থ থাকায় উদ্ধার করে নিয়ে যান বন দফতর।এ প্রসঙ্গে পরিবেশকর্মী চিত্রক প্রামানিক জানান। এ ধরনের ঘটনা অত্যান্ত দুঃখজনক। মানুষের মধ্যে কুসংস্কার থাকার ফলে বেচার কপালে সিঁদুর লেপে দেওয়ার মতন ঘটনা ঘটছে। সিঁদুরের বিভিন্ন কেমিক্যাল থাকার ফলে মৃত্যু মুখে পড়ছে লক্ষ্মীপেঁচা।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News | Viral News: লক্ষ্মী পেঁচার মাথায় সিঁদুর লেপা! উড়ে আসছে গ্রাম থেকে! রহস্য কী? জানলে চমকাবেন!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement