নানুর বিধানসভার অন্তর্গত সিয়ানে অবস্থিত বোলপুর মহকুমা হাসপাতাল। এই হাসপাতালের পাশেই নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝির বিধায়ক উন্নয়ন তহবিল থেকে প্রায় ৯ লক্ষ টাকা খরচ করে এই ওয়াটার এটিএম তৈরি করা হয়। মাত্র ১ টাকায় ১ লিটার বিশুদ্ধ পানীয় জল পাওয়া গেলে প্রভূত উপকার হত রোগীর পরিজনদের। কারণ বাজারে ১ লিটার জলের বোতলের দাম ২০ টাকা। ফলে সারাদিনের জল খেতে গিয়েই মোটা টাকা খরচ হয়ে যায়। কিন্তু তাঁদের জন্য ওয়াটার এটিএম তৈরি হলেও কেন সেটি চালু হল না তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছেন রোগী ও তাঁদের পরিজনরা। কেন সাত মাসেও ওই ওয়াটার এটিএমে বিদ্যুৎ সংযোগ দেওয়া গেল না সেটা অনেকের কাছেই বিস্ময়কর ঠেকছে।
advertisement
আরও পড়ুন: মাত্র ১৪ বছর বয়সে জাতীয় স্কেটিং প্রতিযোগিতায় দ্বিতীয় পাঁচলার স্বর্ণালী
এই প্রসঙ্গে নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি জানান, খুব তাড়াতাড়ি ওই ওয়াটার এটিএমটি চালু করার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে বোলপুর মহকুমা হাসপাতালের সুপার দিবাকর সর্দার বলেন, ও"য়াটার এটিএমটি চালু হলে খুব ভালো হয়। যদিও এটি হাসপাতাল কর্তৃপক্ষ করেননি, তাই ঠিক কী হয়েছে না হয়েছে আমরা এটা কিছুই বলতে পারব না।"
সৌতিক চক্রবর্তী