আরও পড়ুন: সুন্দরবনের মেয়েদের বাঁচাতে শুরু স্বয়ংসিদ্ধা
গত কয়েকদিনের বৃষ্টি প্রসঙ্গে বীরভূমের আনাজ চাষিরা জানান, এর আগে টানা তাপপ্রবাহ চলতে থাকায় গাছ নষ্ট হয়ে যাচ্ছিল, ফসল মাঠেই শুকিয়ে যাচ্ছিল। কিন্তু গত কয়েকদিনের বৃষ্টি পরিস্থিতি অনেকটাই বদলে দিয়েছে। গোড়ায় জল পেয়ে সবজি গাছ শুকিয়ে যাওয়া বন্ধ হয়েছে। ফসলও তরতাজা হয়ে উঠেছে। কৃষি দফতরের আধিকারিকরা জানান, এই স্যাঁতসেঁতে আবহাওয়া আনাজ চাষের পক্ষে অনুকূল।
advertisement
উল্লেখ্য, কয়েকদিন আগের তাপপ্রবাহে বীরভূমে তাপমাত্রার পারদ ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল। কয়েকদিনের বৃষ্টিপাত সেই পরিস্থিতির বদন ঘটিয়েছে। যদিও এই অসময়ের বৃষ্টিতে বিপাকে পড়েছেন ধান চাষিরা। ঝড় এবং শিলাবৃষ্টির জেরে পেকে যাওয়া বোরো ধান মাঠেই অনেকটা নষ্ট হয়ে গিয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।
শুভদীপ পাল
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
April 29, 2023 3:06 PM IST





