South 24 Parganas News: সুন্দরবনের মেয়েদের বাঁচাতে শুরু স্বয়ংসিদ্ধা
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- Published by:Ananya Chakraborty
Last Updated:
অল্পবয়সী মেয়েদের নানান প্রলোভন ও বিপদ থেকে বাঁচাতেই স্বয়ংসিদ্ধা প্রকল্প শুরু করা হয়েছে।
দক্ষিণ ২৪ পরগনা: বাল্যবিবাহ ও নারী পাচার রুখতে সুন্দরবন পুলিশ জেলাজুড়ে চলছে স্বয়ংসিদ্ধা অনুষ্ঠান। সুন্দরবন পুলিশ জেলার সবকটি থানায় এই অনুষ্ঠান চলছে। মূলত বয়ঃসন্ধিতে দাঁড়িয়ে থাকা কিশোরীদের জন্যই এই অনুষ্ঠান করা হচ্ছে।
বড় হওয়ার সঙ্গে সঙ্গে শারীরবৃত্তীয় নানান পরিবর্তনের ফলে মনের মধ্যে আবেগ কাজ করে। সুন্দরবন এলাকায় দেখা গিয়েছে, অল্প বয়সী কিশোরীরা আবেগের বশবর্তী হয়ে অনেক সময়ই প্রলোভনে পড়ে নিজেদের জীবনে ক্ষতি ডেকে আনেন। যার ফল ভুগতে হয় সারাজীবন ধরে। এখানকার অল্পবয়সী মেয়েদের সেই বিপদ থেকে বাঁচাতেই স্বয়ংসিদ্ধা প্রকল্প নেওয়া হয়েছে।
advertisement
advertisement
কাকদ্বীপের সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরে প্রথম অনুষ্ঠিত হয় এই স্বয়ংসিদ্ধা অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন কাকদ্বীপ থানার আইসি শিবু ঘোষ, এসডিপিও প্রসেনজিৎ ব্যানার্জি, সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রবধন ঝাঁ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এই অনুষ্ঠান থেকে কিশোরীদের বিভিন্ন সামাজিক সচেতনামূলক প্রশিক্ষণ দেওয়া হয়। সেই সঙ্গে বাইরের বিভিন্ন প্রলোভনের হাত থেকে কীভাবে নিজেদের রক্ষা করতে হবে তাও শেখানো হয়। এই নিয়ে এসডিপিও প্রসেনজিৎ ব্যানার্জি বলেন, এই অনুষ্ঠানটি ধাপে ধাপে সুন্দরবন পুলিশ জেলার সবকটি থানায় করা হবে। মূলত বাল্যবিবাহ ও নারী পাচারের হার কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে খুশি সকলে।
advertisement
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Apr 29, 2023 2:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: সুন্দরবনের মেয়েদের বাঁচাতে শুরু স্বয়ংসিদ্ধা









