Murshidabad News: ভিন রাজ্যে কাজে গিয়ে আগুনে ঝলসে গেল মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক! কান্নার রোল বাড়িতে
- Published by:kaustav bhowmick
Last Updated:
বৃহস্পতিবার সকালে অন্যান্য দিনের মতোই কাজে যান। হঠাৎ ডোমকলের বাড়িতে ফোন আসে, কাজ করার সময় কারখানার মধ্যে এক অগ্নিকুণ্ডে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে নাসিরের।
মুর্শিদাবাদ: ভিন রাজ্যে কাজে গিয়ে মুর্শিদাবাদের আরও এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হল। কেরালায় আগুনে ঝলসে মারা গেলেন ডোমকলের নাসির মণ্ডল। বয়স মাত্র ২৩ বছর। প্লাইবোর্ডের কাজ করতে কেরালার এর্নাকুলামে গিয়েছিলেন। সেখানেই এই দুর্ঘটনা ঘটে।
মুর্শিদাবাদের ডোমকলের কুপিলা মোল্লাপাড়ায় বাড়ি নাসির মণ্ডলের। পরিবার সূত্রে জানা গিয়েছে, মাত্র ১৬ বছর বয়সে সংসারের অভাব ঘোচাতে কেরালায় শ্রমিকের কাজ নিয়ে চলে যান নাসির। মাসখানেক আগে সেখানকারই এক প্লাইবোর্ড কোম্পানিতে যোগ দেন। বুধবার রাতে ফোনে শেষ কথা হয় স্ত্রীর সঙ্গে। বৃহস্পতিবার সকালে অন্যান্য দিনের মতোই কাজে যান। হঠাৎ ডোমকলের বাড়িতে ফোন আসে, কাজ করার সময় কারখানার মধ্যে এক অগ্নিকুণ্ডে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে নাসিরের। সম্ভবত তিনি পা হড়কে পড়ে গিয়েছিলেন ওই আগুনের উপর। অনেক চেষ্টা করেও সহকর্মীরা তাঁকে উদ্ধার করতে পারেননি। বৃহস্পতিবার গোটা দিন তল্লাশি চালানোর পর বিকেলের দিকে ওই অগ্নিকুণ্ড থেকে নাসিরের দেহের কিছু কঙ্কাল উদ্ধার হয়। শুক্রবার সকালে তাঁর দেহের বাকি হাড়গোড় উদ্ধার করে দমকল বাহিনী। এই খবর তাঁর গ্রামের বাড়িতে পৌঁছতেই সকলে কান্নায় ভেঙে পড়েন।
advertisement
advertisement
অল্প বয়সী নাসির মণ্ডলের এই মর্মান্তিক পরিণতি আরও একবার মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিক সমস্যা প্রকট করে তুলল বলে ওয়াকিবহল মহলের আশঙ্কা।
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 29, 2023 2:29 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ভিন রাজ্যে কাজে গিয়ে আগুনে ঝলসে গেল মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক! কান্নার রোল বাড়িতে