বাঙালির প্রিয় কবি, লেখক, নাট্যকার, বাংলা সাহিত্যের ইতিহাসে যে মানুষটার অবদান অনস্বীকার্য। সেই প্রিয় কবি রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকীতে বীরভূম রাজ্যের পাশাপাশি শান্তিনিকেতনও নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করছে প্রিয় কবির তিরোধান দিবস।
আরও পড়ুনঃ নোবেলজয়ী অমর্ত্য সেনকে অবমাননাকারী বিশ্বভারতীর উপাচার্যের বিষয়ে জানাবেন বললেন সামিরুল
ভোর বেলায় বৈতালিক, বিশ্বভারতীর পড়ুয়া, অধ্যাপক, কর্মীরা সমবেত হয়ে রবীন্দ্র সংগীত গাইতে গাইতে আশ্রম পরিক্রমা করে। সকাল সাতটায় মন্দিরে বিশেষ উপাসনা। এরপর সমবেত পড়ুয়া, অধ্যাপক, কর্মী, রবীন্দ্রভবনের কবির বাসভবন উদয়নগৃহে কবির ব্যবহৃত চেয়ারে পুস্পার্ঘ্য অর্পণ করে বিশেষ শ্রদ্ধা জানানো হয়।
advertisement
বিশ্বভারতীর তরফ থেকে জানানো হয়েছে, রবীন্দ্রনাথের তিরোধান দিবস উপলক্ষে প্রত্যেক বছরের মতো এ বছরও রবীন্দ্র সপ্তাহ পালন করা হচ্ছে। বিকালে বৃক্ষরোপণ অনুষ্ঠান রয়েছে। সারা সপ্তাহ ধরে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসকে শ্রদ্ধা জানানো হবে।
Subhadip Pal