আরও পড়ুন North 24 Parganas News: মাটি খুঁড়তেই জ্বলে উঠল আগুনের শিখা! অশোকনগরে আবারও খনিজ তেল পেল ONGC
শনিবার বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত তিলপাড়া এলাকার সোনাইতলার এক ব্যক্তি মারা যান। মৃত ওই ব্যক্তিকে সৎকারের জন্য নিয়ে যাওয়া হয় সিউড়ি থানার অন্তর্গত তিলপাড়া সতিঘাটা শ্মশানে। সেখানেই শনিবার রাতে ওই ব্যক্তির সৎকার করার পর পাঁচজন বন্ধু মিলে চা খেতে চলে যান তিলপাড়া থেকে আনুমানিক ১০ কিলোমিটার দূরে সাঁইথিয়া থানার অন্তর্গত কুনুড়ি গ্রামে। সেখানে একটি ডাম্পারের সঙ্গে তাদের মোটরবাইকের দুর্ঘটনা বাঁধলে মৃত্যু হয় দুই যুবকের।
advertisement
মৃত দুই যুবকের পরিচয় সম্পর্কে জানা গিয়েছে তাদের মধ্যে একজন হলেন বাবন দলুই এবং অন্যজন হলেন আমন রাজ। মৃত এই দুই যুবকের বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছরের মধ্যে। মৃত দুজনের বাড়ি সিউড়ি থানার অন্তর্গত তিলপাড়া গ্রাম পঞ্চায়েতের সোনাইতলা।
মৃত এক যুবকের দাদু ঝরু দলুই জানিয়েছেন, "সৎকার সম্পন্ন করার পর বাকিরা সব বাড়ি চলে এলেও দুটি মোটরবাইকে চেপে পাঁচজন বন্ধু সাঁইথিয়ার কুনুড়ি যায় চা খেতে। সেখানে যাওয়ার সময় তাদের সঙ্গে একটি ডাম্পারের সংঘর্ষ বাঁধে। এই দুর্ঘটনাটি ঘটে ভোর নাগাদ। পরে আমাদের খবর দেওয়া হয় এমন দুর্ঘটনার বিষয়ে। স্থানীয়রা যারা দেখেছিলেন তারাই তাদের হাসপাতালে ভর্তি করেন। আমরা সকালবেলায় হাসপাতালে গিয়ে দেখতে পাই দুজন মারা গিয়েছে।"
Madhab Das