TRENDING:

Birbhum News : মৃতের সৎকার করতে গিয়ে ঘরে ফেরা হল না ২ যুবকের! চা খেতে গিয়ে ঘটল সর্বনাশ

Last Updated:

মৃত ব্যক্তির সৎকার করে শ্মশান থেকে চা খেতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল দুই যুবকের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: মৃত ব্যক্তির সৎকার করে শ্মশান থেকে চা খেতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল দুই যুবকের। ভয়ংকর এই ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্গত কুনুরি গ্রামে। ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত দুই যুবকের রবিবার ময়না তদন্ত করা হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে।
দুর্ঘটনায় মৃত দুই যুবক
দুর্ঘটনায় মৃত দুই যুবক
advertisement

আরও পড়ুন North 24 Parganas News: মাটি খুঁড়তেই জ্বলে উঠল আগুনের শিখা! অশোকনগরে আবারও খনিজ তেল পেল ONGC

শনিবার বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত তিলপাড়া এলাকার সোনাইতলার এক ব্যক্তি মারা যান। মৃত ওই ব্যক্তিকে সৎকারের জন্য নিয়ে যাওয়া হয় সিউড়ি থানার অন্তর্গত তিলপাড়া সতিঘাটা শ্মশানে। সেখানেই শনিবার রাতে ওই ব্যক্তির সৎকার করার পর পাঁচজন বন্ধু মিলে চা খেতে চলে যান তিলপাড়া থেকে আনুমানিক ১০ কিলোমিটার দূরে সাঁইথিয়া থানার অন্তর্গত কুনুড়ি গ্রামে। সেখানে একটি ডাম্পারের সঙ্গে তাদের মোটরবাইকের দুর্ঘটনা বাঁধলে মৃত্যু হয় দুই যুবকের।

advertisement

মৃত দুই যুবকের পরিচয় সম্পর্কে জানা গিয়েছে তাদের মধ্যে একজন হলেন বাবন দলুই এবং অন্যজন হলেন আমন রাজ। মৃত এই দুই যুবকের বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছরের মধ্যে। মৃত দুজনের বাড়ি সিউড়ি থানার অন্তর্গত তিলপাড়া গ্রাম পঞ্চায়েতের সোনাইতলা।

View More

আরও পড়ুন Rath Yatra 2022: দূর্গাপুজোকেও যেন হার মানাবে উল্টো রথের প্রতিযোগিতা! রঙবেরঙ রথ নামল রাস্তায়, রইল ছবি

advertisement

মৃত এক যুবকের দাদু ঝরু দলুই জানিয়েছেন, "সৎকার সম্পন্ন করার পর বাকিরা সব বাড়ি চলে এলেও দুটি মোটরবাইকে চেপে পাঁচজন বন্ধু সাঁইথিয়ার কুনুড়ি যায় চা খেতে। সেখানে যাওয়ার সময় তাদের সঙ্গে একটি ডাম্পারের সংঘর্ষ বাঁধে। এই দুর্ঘটনাটি ঘটে ভোর নাগাদ। পরে আমাদের খবর দেওয়া হয় এমন দুর্ঘটনার বিষয়ে। স্থানীয়রা যারা দেখেছিলেন তারাই তাদের হাসপাতালে ভর্তি করেন। আমরা সকালবেলায় হাসপাতালে গিয়ে দেখতে পাই দুজন মারা গিয়েছে।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : মৃতের সৎকার করতে গিয়ে ঘরে ফেরা হল না ২ যুবকের! চা খেতে গিয়ে ঘটল সর্বনাশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল