বিভিন্ন ভাবে রথকে সাজিয়ে নিজের পাড়া বা বাড়ি থেকে ছাপাখানার মোড় পর্যন্ত নিয়ে যাওয়া হয়। কেদারনাথ (Kedarnath) থেকে ডাকের সাজ, এমনকি মাটির বাড়ির আদলে বিভিন্ন রথ রাস্তায় নামে। এই রথের প্রতিযোগিতা দেখতে ভিড় করেন দূর দূরান্ত থেকে আসা বহু মানুষ।
2/ 5
বেলডাঙা মন্ডপতলা এবছর কেদারনাথ মন্দির ফুটিয়ে তুলেছিল, কেদারনাথ মন্দিরের আদলে রথ তৈরি করে সেখানে জগন্নাথকে ঘোরানো হয়। শুধু তাই নয়, আস্ত মাটির বাড়ির তৈরি করে রথকে ফুটিয়ে তোলা হয়ে ছিল এবছর যা নজর কারে সকলের।
3/ 5
রথ (Rath yatra - 2022) কে কেন্দ্র করে দর্শনার্থীরা যেমন উপস্থিত হন, ঠিক তেমনই ছোট ছোট দোকান মালিকরা পসরা সাজিয়ে বসে আর্থিক রোজগারের আশায়। কোভিড মহামারি পরিস্থিতির পরে এই রথ দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষ ।
4/ 5
বেলডাঙার কামারপাড়া, মন্ডপ তলা, চ্যাটার্জীপাড়া, বুড়োশিবতলা, আশ্রমপাড়া, জনকল্যান সমিতি সহ বিভিন্ন পাড়ার রথ অংশ গ্রহণ করে। প্রায় ৩০টি মতো রথ থাকে এই প্রতিযোগিতায়। ১২থেকে ১৫ ফুট উচ্চতা বিশিষ্ট রথ দেখা যায় বেলডাঙার রাস্তায়।
5/ 5
তবে সোজা রথে সেই ভাবে প্রতিযোগিতা না হলেও উল্টো রথে এই উৎসবের আয়োজন করা হয়ে থাকে। মূলত বেলডাঙা কার্তিক লড়াইয়ের জন্য বিখ্যাত হলেও এখন জনপ্রিয় হয়ে উঠছে উল্টো রথযাত্রায় এই রথের প্রতিযোগিতা।