সিউড়ি শহরের আনাজ বিক্রেতাদের থেকে জানা গিয়েছে, দিন দুয়েক আগেও টমেটো কেজি প্রতি ৩৫ থেকে ৪০ টাকা বিক্রি হয়েছে। কিন্তু বুধবার থেকে রাতারাতি দাম বেড়ে হয়ে যায় ৭০ থেকে ৮০ টাকা কেজি। অন্যদিকে সপ্তাহ দুয়েক আগেও আদা বিক্রি হয়েছে ১১০ থেকে ১২০ টাকা কেজি। সেখানে এখন আদা বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি।
advertisement
আরও পড়ুন: সমুদ্র তটে শুয়ে ছিলেন যুবতী! ঘুম ভাঙতেই বদলে গেল জীবন! মানুষ নয়, তিনি এখন এলিয়েন!
আরও পড়ুন:
বিক্রেতাদের দাবি, অত্যাধিক দাম বেড়ে যাওয়ায় বিকিকিনি প্রভাবিত হয়েছে। তাঁরাও পাইকারি বাজার থেকে অল্প পরিমাণ করে সামগ্রী নিচ্ছেন। বিক্রেতাদের কথায়, ” যে ক্রেতা আগে ২ কেজি টমেটো কিনতেন। তিনি দাম শুনে এক কেজি নিচ্ছেন। স্বাভাবিকভাবেই আমাদের বিকিকিনি প্রভাবিত হচ্ছে।” সিউড়ি কোর্ট বাজার এলাকার আনাজ বিক্রেতা সেখ আলাউদ্দিন, লালু মোল্লা বলন, ” আনাজের যোগান কম। তাই দাম বেড়েছে। আমরা কম টাকার আনাজ কিনছি। কারণ বেশি কিনলে তা বিক্রি হবে না।”
Subhadip Pal