TRENDING:

Birbhum: অভূতপূর্ব ফলাফল বীরভূমের স্কুলের! প্রথম দশে একসঙ্গে তিনজন

Last Updated:

চলতি বছর রাজ্যে মাধ্যমিক পরীক্ষায় বসেছিল ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫ জন। যাদের মধ্যে পাশ করেছে ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন। মোট পাশের হার ৮৬.৬০ শতাংশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম : চলতি বছর রাজ্যে মাধ্যমিক পরীক্ষায় বসেছিল ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫ জন। যাদের মধ্যে পাশ করেছে ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন। মোট পাশের হার ৮৬.৬০ শতাংশ। যেখানে প্রথম দশে জায়গা করে নিতে সক্ষম হয় ১১৪ জন। এই সংখ্যার নিরিখে বীরভূমে এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৪৯৪২। যাদের মধ্যে ১৯৭০০ জন ছেলে এবং ২৫২৪২ জন মেয়ে। জেলায় এই বছর ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ৫৫৪২ জন বেশি। অন্যদিকে এই বছর এই পরীক্ষার্থীদের মধ্যে নয় জন পড়ুয়া প্রথম দশে জায়গা করে নিয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এই নয় জনের মধ্যে প্রথম দশে থাকা তিনজনই বিকেটিপিপি প্রবীর সেনগুপ্ত বিদ্যালয়ের পরীক্ষার্থী। এই একই বিদ্যালয়ের প্রথম দশে থাকা তিন জন পরীক্ষার্থীর মধ্যে একজন অষ্টম, একজন নবম এবং একজন দশম স্থান অধিকার করেছে। রাজ্যে অষ্টম স্থান অধিকার করতে সক্ষম হয়েছে এই স্কুলের পড়ুয়া সৌমাল্য নিয়োগী। তার প্রাপ্ত নম্বর হলো ৬৮৬।
advertisement

সৌমাল্য বিকেটিপিপি টাউনশিপে বসবাস করে। রাজ্যে নবম স্থান অধিকার করেছে এই বিকেটিপিপি প্রবীর সেনগুপ্ত বিদ্যালয়ের পড়ুয়া অনিক বাগদি। তার প্রাপ্ত নম্বর হলো ৬৮৫। অনিক সিউড়ি থানার অন্তর্গত খটঙ্গা গ্রামে বসবাস করে। রাজ্যে দশম স্থান অধিকার করতে সক্ষম হয়েছে বিকেটিপিপি প্রবীর সেনগুপ্ত বিদ্যালয়ের পড়ুয়া সঞ্চয়ন ব্যানার্জি। তার প্রাপ্ত নম্বর ৬৮৪। সঞ্চয়ন সিউড়ি রবীন্দ্রপল্লীতে বসবাস করে।

advertisement

আরও পড়ুনঃ অতিথি শিক্ষক নিয়োগ বীরভূমে

বক্রেশ্বর টাউনশিপে থাকা বিকেটিপিপি প্রবীর সেনগুপ্ত বিদ্যালয় থেকে এই বছর মোট ৭৮ জন মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। যাদের মধ্যে প্রত্যেকেই কৃতকার্য হতে সক্ষম হয়েছে। ৫৯ জন পরীক্ষার্থী প্রথম ডিভিশন এবং এদের মধ্যে ৩৯ জন স্টার পেয়েছে। বাকি ১৯ জন দ্বিতীয় ডিভিশন পেয়ে উত্তীর্ণ হয়েছে।

advertisement

View More

আরও পড়ুনঃ মাধ্যমিকে প্রথম দশে বীরভূমের নয় পড়ুয়া ! খুশির হাওয়া জেলায়

এই স্কুলের প্রধান শিক্ষক মামুন হাসান জানান, \"অভূতপূর্ব ফলাফল। এর আগে কখনও এই ভাবে একসঙ্গে এতজন রাজ্যস্তরে জায়গা করে নিতে পারেনি। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নিরন্তর প্রচেষ্টায় এই সাফল্য এসেছে।\"

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

Madhab Das

advertisement

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum: অভূতপূর্ব ফলাফল বীরভূমের স্কুলের! প্রথম দশে একসঙ্গে তিনজন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল