সৌমাল্য বিকেটিপিপি টাউনশিপে বসবাস করে। রাজ্যে নবম স্থান অধিকার করেছে এই বিকেটিপিপি প্রবীর সেনগুপ্ত বিদ্যালয়ের পড়ুয়া অনিক বাগদি। তার প্রাপ্ত নম্বর হলো ৬৮৫। অনিক সিউড়ি থানার অন্তর্গত খটঙ্গা গ্রামে বসবাস করে। রাজ্যে দশম স্থান অধিকার করতে সক্ষম হয়েছে বিকেটিপিপি প্রবীর সেনগুপ্ত বিদ্যালয়ের পড়ুয়া সঞ্চয়ন ব্যানার্জি। তার প্রাপ্ত নম্বর ৬৮৪। সঞ্চয়ন সিউড়ি রবীন্দ্রপল্লীতে বসবাস করে।
advertisement
আরও পড়ুনঃ অতিথি শিক্ষক নিয়োগ বীরভূমে
বক্রেশ্বর টাউনশিপে থাকা বিকেটিপিপি প্রবীর সেনগুপ্ত বিদ্যালয় থেকে এই বছর মোট ৭৮ জন মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। যাদের মধ্যে প্রত্যেকেই কৃতকার্য হতে সক্ষম হয়েছে। ৫৯ জন পরীক্ষার্থী প্রথম ডিভিশন এবং এদের মধ্যে ৩৯ জন স্টার পেয়েছে। বাকি ১৯ জন দ্বিতীয় ডিভিশন পেয়ে উত্তীর্ণ হয়েছে।
আরও পড়ুনঃ মাধ্যমিকে প্রথম দশে বীরভূমের নয় পড়ুয়া ! খুশির হাওয়া জেলায়
এই স্কুলের প্রধান শিক্ষক মামুন হাসান জানান, \"অভূতপূর্ব ফলাফল। এর আগে কখনও এই ভাবে একসঙ্গে এতজন রাজ্যস্তরে জায়গা করে নিতে পারেনি। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নিরন্তর প্রচেষ্টায় এই সাফল্য এসেছে।\"
Madhab Das