বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে আজও শহীদ দিবস পালিত হয়। উর্দু নয় বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতেই পূর্ববঙ্গের এই লড়াই আজও শিহরণ জাগায়। কেবল ভাষার জন্য প্রাণ বাজি রেখে এই লড়াই ভোলেনি বিশ্বও। ১৯৮৭ সালের ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদে ‘বাংলা ভাষা প্রচলন বিল’ পাশ হয়। যা কার্যকর হয় ৮ মার্চ ১৯৮৭ সাল থেকে। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি গানের করুণ সুর বাজতে থাকে গোটা দেশেই। রক্ত দিয়ে ভাষার জন্য লড়াই সেই প্রথম। আজও একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।
advertisement
আরও পড়ুন- একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা
আরও পড়ুন- একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা
এবার এই একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বীরভূমের রামপুরহাটের এক শিল্পী বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য একটি গান লিখলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রকাশিত হতে চলেছে “একুশে জয়গান” শীর্ষক বাংলা গান । একুশে ফেব্রুয়ারির সমস্ত শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন ও আপামোর বাঙালির প্রাণের বাংলা ভাষাকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে এই প্রয়াস।
বর্তমানে ইংরেজি ও হিন্দি ভাষা মাধ্যম সমগ্র বাংলার বুকে ছড়িয়ে পড়েছে । সরকারি ভাষা হিসেবে তা অগ্রাধিকার দেওয়ার ফলে বাংলা ভাষা শেখা এবং বলার প্রতি অনীহা প্রকাশ করছে ছাত্র-ছাত্রীরা । বর্তমান সময়ের এই সংকটময় দিনে সমগ্র বাঙালির মাতৃভাষাকে জাগরিত করার জন্য গীতিকারের লেখনীতে উঠে এসেছে, ” বাংলা আমার মায়ের ভাষা, বাংলা প্রানের টান, বাংলা জাগুক বাঙালিতে ,একুশে জয়গান । “
সৌভিক রায়