TRENDING:

Birbhum News: ১৮ বছর সেনাবাহিনীতে কাজ, অবসর নিয়ে ফিরতেই ধুমধাম আয়োজন! মন ভাল করা দৃশ্য বীরভূমে

Last Updated:

Birbhum News: বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত মহুলা গ্রামের বাসিন্দা সুখেন প্রামাণিক। তিনি প্রায় দীর্ঘ ১৮ বছর ধরে ভারতীয় সেনাবাহিনীর ইলেকট্রনিক্স মেকানিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (EME) বিভাগে নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম,সৌভিক রায়: বীরভূম, আর এই বীরভূমে বীর সন্তানদের জন্ম। সেই কারণেই এই জেলার নাম বীরভূম। আর এই বীরভূম জেলার মহুলা গ্রামের গর্ব সুখেন প্রামাণিক। তবে এবার আপনি হয়ত ভাবছেন তিনি এমন কী কাজ করলেন! তিনি কাজ করতেন আমাদের জন্য। প্রায় ১৮ বছরের সেনাসেবা শেষে বাড়ি ফিরতেই অনুষ্ঠিত হল ধুমধাম সংবর্ধনা।
advertisement

বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত মহুলা গ্রামের বাসিন্দা সুখেন প্রামাণিক। তিনি প্রায় দীর্ঘ ১৮ বছর ধরে ভারতীয় সেনাবাহিনীর ইলেকট্রনিক্স মেকানিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (EME) বিভাগে নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করেছেন। দেশের এবং দশের সেবায় তিনি নিজের জীবন উৎসর্গ করে প্রায় দুই দশকের বেশি কর্মযাত্রা সম্পূর্ণ করে তিনি সম্প্রতি নিজের গ্রামে ফিরেছেন।

advertisement

আরও পড়ুন: বাড়িতে বসেই কোটি কোটি টাকার কারবার! পুলিশ হানা দিতেই চক্ষু চড়ক গাছ, ফাঁস লটারির জাল চক্র

তাঁকে ফিরতে দেখেই খুশিতে আত্মহারা হয়ে ওঠে গোটা গ্রাম। সকাল থেকেই গ্রামবাসী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সকলেই জড়ো হতে থাকেন তাঁর বাড়ির সামনে। কেউ ফুলের মালা পরিয়ে, কেউ আবার ঢাক ঢোল সহযোগে বাজনা-বাজিয়ে এবং হুটখোলা গাড়িতে করে পুরো গ্রাম পরিক্রমা করিয়ে ‘গ্রামের গর্ব’ সুখেন প্রামাণিককে বরণ করেন সম্মানের সঙ্গে। সুখেন প্রামাণিককে সম্মান জানাতে উপস্থিত ছিলেন গ্রামের স্কুলের শিক্ষক-শিক্ষিকার পাশাপাশি ছাত্র-ছাত্রীরাও।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
১৮ বছর সেনাবাহিনীতে কাজ, অবসর নিয়ে ফিরতেই ধুমধাম আয়োজন! মন ভাল করা দৃশ্য বীরভূমে
আরও দেখুন

রাজস্থানে দীর্ঘদিন কর্মরত থাকার পর নিজের মাটিতে ফিরে আত্মহারা হয়ে যান তিনি। সুখেন প্রামাণিক বাবু বলেন, “ভারত মাতার সেবা করতে পেরে আমি সত্যিই ধন্য। ১৮ বছরের কর্মজীবন শেষ করে নিজের বাড়ি ফিরে অপরিসীম আনন্দ হচ্ছে”। একইসঙ্গে তিনি এলাকার তরুণ এবং যুব সমাজের উদ্দেশ্যে বলেন, দেশের সেবায় এগিয়ে আসার জন্য ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে। কারণ আগামী প্রজন্মের প্রয়োজন এই দেশসেবার কাজে এগিয়ে আসার।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: ১৮ বছর সেনাবাহিনীতে কাজ, অবসর নিয়ে ফিরতেই ধুমধাম আয়োজন! মন ভাল করা দৃশ্য বীরভূমে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল