Birbhum News: দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে সেজে উঠেছে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী কালোবাড়ি
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
প্রায় কুড়ি বছর পর নতুন রূপে,নতুন ছন্দে ফিরেছে প্রখ্যাত শিল্পী নন্দলাল বসু ও রামকিঙ্কর বেইজের হাতে গড়া ঐতিহ্যমণ্ডিত স্থাপত্য কালোবাড়ি।
বীরভূম,সৌভিক রায়: প্রায় কুড়ি বছর পর নতুন রূপে,নতুন ছন্দে ফিরেছে প্রখ্যাত শিল্পী নন্দলাল বসু ও রামকিঙ্কর বেইজের হাতে গড়া ঐতিহ্যমণ্ডিত স্থাপত্য কালোবাড়ি। আজ থেকে কয়েক বছর আগে এই কলোবাড়ি ছিল পড়ুয়াদের ছাত্রাবাস, এর পরে শিল্পচর্চা। কত গল্প, কত স্মৃতি জড়িয়ে রয়েছে এই কালো বাড়িটি ঘিরে। কিন্তু কালের নিয়মে বাড়ির গায়ে ফাটল ধরেছে, ভাস্কর্যের অংশ খসে পড়া, রঙের মলিনতা।
বিশ্বভারতীতে আগত পর্যটক থেকে শুরু করে প্রাক্তনীরা চাইছিলেন শান্তিনিকেতনের কলাভবন চত্বরে ঐতিহ্যের কালোবাড়ি ফিরুক নতুন রূপে। সেই কারণে বর্ষার আগেই কলাভবনের শিল্পীরা শুরু করেন সংস্কারের কাজ। কিন্তু প্রবল বর্ষায় থমকে যায় সংস্কারের কাজ। এখন শীতের মিঠে রোদে ভিজে দেওয়াল শুকিয়েছে। ভাঙা অংশ জোড়া লেগেছে। নতুন মাটি-আলকাতরার গন্ধ মিশেছে কলাভবনের বাতাসে ও শান্তিনিকেতন চত্বরজুড়ে।
advertisement
নন্দন মেলার শেষদিনেই সম্পূর্ণ রূপ পেল কালোবাড়ি। অধ্যাপক বলেন, “এ যেন পুরনো বন্ধুকে ফের জীবিত করে তোলার মতো। মার্চে কাজ শুরু হলেও প্রয়োজনের থেকে বেশি বৃষ্টিপাত বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবুও উপাচার্যের তত্ত্বাবধানে পুরো কাজ শেষ করতে পেরেছি, যা দেখে দেশ-বিদেশের পর্যটকরা খুশি হবেন।”
advertisement
কলাভবনের পড়ুয়ারদের কথায়, “কালোবাড়ির ভাস্কর্যের গায়ে হাত বোলাতেই মনে হচ্ছে, যেন মরে যাওয়া গাছ আবার নিঃশ্বাস নিচ্ছে। এতদিন অধ্যাপকদের থেকে শুনেছি ঐতিহ্যের কথা। নিজের হাতে কাজ করতে পারা সকলের সৌভাগ্য।” নন্দন মেলায় আগত পর্যটকের চোখে বিস্ময়, এই কি সেই পুরনো জরাজীর্ণ বাড়ি? এই শীতে শান্তিনিকেতন গেলে অবশ্যই এই বাড়ি ঘুরে আসতে পারেন। ছুঁয়ে দেখতে পারেন কালোবাড়ির ঐতিহ্য।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 03, 2025 3:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে সেজে উঠেছে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী কালোবাড়ি

