কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন লেখার মধ্যে দিয়ে বারবার প্রকাশ পেয়েছে তাঁতশিল্পের প্রতি তাঁর গভীর আগ্রহের কথা। শিল্পসদন প্রতিষ্ঠার পরবর্তীকালে সেখানেও তাঁত, বাটিক শিল্পের বিকাশ নিয়ে কবিগুরুকে উদ্যোগী হতে দেখা গিয়েছিল। বাটিক, কাপড়ের প্রিন্টিং ও হস্তশিল্পের বিভিন্ন ধরনের কাজ করে থাকে শ্রীনিকেতনের শিল্পসদন। সেই কাজই বিদেশে গিয়ে তুলে ধরলেন অঙ্কিতা ও প্রণমিতা। জানা গেছে অঙ্কিতা দুর্গাপুরের বাসিন্দা। ও প্রণমিতা কলকাতার বাসিন্দা।
advertisement
বিদেশের মাটিতে ভিয়েতনামের হ্যানয়ে শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক শিল্প মেলায় হরেক শিল্পকর্ম নিয়ে উপস্থিত হয়েছিলেন বিভিন্ন দেশের শিল্পীরা। সেখানে নানা দেশের সংস্কৃতি ও কারুকার্যের বিস্ময়কর বৈচিত্রের বৈচিত্রের সমাবেশ ঘটে। বিশ্বভারতীর দুই ছাত্রী সেখানেই তাঁদের হাতের কাজ প্রদর্শন করেন। অঙ্কিতা শাস্তিনিকেতনের পারস্পরিক সরু তুলি দিয়ে শাড়ি ও বিভিন্ন পোশাকে উপরে বাটিকের সুক্ষ্ম কাজ তুলে ধরেন।
যা কবিগুরু রবীন্দ্রনাথ ঠকুরের শৈল্পিক দৃষ্টিভঙ্গির প্রকাশ ও প্রসার বলে মনে করেন অনেকেই। প্রণমিতা জানান, তিনি পরিবেশবান্ধব প্রাকৃতিক রং ব্যবহার করে বিভিন্ন টেক্সটাইলের উপরে কাজ করে প্রদর্শন করেন। অঙ্কিতা-প্রণমিতার এই অংশগ্রহণে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাদর্শের সঙ্গেও গভীর ভাবে মিল খুঁজে পাওয়া যায়। এই শিল্পমেলায় চিন, ইন্দোনেশিয়া, ইরান, নেপাল, শ্রীলঙ্কা, তাইল্যান্ড, রাশিয়া, অস্ট্রেলিয়া, কলম্বিয়া, পাকিস্তান-সহ বিভিন্ন দেশের প্রায় ৮০ জন শিল্পী অংশ নিয়েছিলেন।






