Birbhum News: গোটা গ্রাম থমথমে, আতঙ্কে বাড়ি থেকে বের হচ্ছেন না কেউ! বিরাটাকার চন্দ্রবোড়ার ভয়ে সবাই কাঁপছে

Last Updated:
মৃত ১৯ জনের মধ্যে ঠিক কত জন চন্দ্রবোড়ার ছোবলে মারা গিয়েছেন তা নিশ্চিত না হলেও হিমোটক্সিক বিষের প্রভাব দেখা গেছে ১২৩ জনের শরীরে। এই বিষ কিডনির কার্যক্ষমতা কমিয়ে দেয় বলে জানান ডেপুটি সিএমওএইচ মৃণালকান্তি ঘোষ। ভর্তি হওয়া রোগীদের বড় অংশই চন্দ্রবোড়ার ছোবলে আক্রান্ত।
1/5
গরম ও বর্ষার বাইরে, এই অগ্রহায়ণেও সাপের উপদ্রব বাড়ছে বীরভূমে। ফসল কাটতে বা কীটনাশক দিতে মাঠে নামতে ভয় পাচ্ছেন কৃষকেরা। সাপের ছোবলে ইতিমধ্যেই কয়েকজনের মৃত্যু হয়েছে, যা প্রশাসনের উদ্বেগ বাড়িয়েছে বলে খবর।
গরম ও বর্ষার বাইরে, এই অগ্রহায়ণেও সাপের উপদ্রব বাড়ছে বীরভূমে। ফসল কাটতে বা কীটনাশক দিতে মাঠে নামতে ভয় পাচ্ছেন কৃষকেরা। সাপের ছোবলে ইতিমধ্যেই কয়েকজনের মৃত্যু হয়েছে, যা প্রশাসনের উদ্বেগ বাড়িয়েছে বলে খবর।
advertisement
2/5
জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে বিষাক্ত কিছুতে কামড়েছে এমন রোগীর সংখ্যা ৪,৩০৬। এদের মধ্যে ৬৩৯ জনকে দিতে হয়েছে অ্যান্টিভেনম। মৃত্যু হয়েছে ১৯ জনের যাদের বেশিরভাগই বীরভূমের বাসিন্দা। গত দু'ই বছরের তুলনায় আক্রান্তের সংখ্যা বহুগুণে বৃদ্ধি পেয়েছে।
জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে বিষাক্ত কিছুতে কামড়েছে এমন রোগীর সংখ্যা ৪,৩০৬। এদের মধ্যে ৬৩৯ জনকে দিতে হয়েছে অ্যান্টিভেনম। মৃত্যু হয়েছে ১৯ জনের যাদের বেশিরভাগই বীরভূমের বাসিন্দা। গত দু'ই বছরের তুলনায় আক্রান্তের সংখ্যা বহুগুণে বৃদ্ধি পেয়েছে।
advertisement
3/5
মৃত ১৯ জনের মধ্যে ঠিক কত জন চন্দ্রবোড়ার ছোবলে মারা গিয়েছেন তা নিশ্চিত না হলেও হিমোটক্সিক বিষের প্রভাব দেখা গেছে ১২৩ জনের শরীরে। এই বিষ কিডনির কার্যক্ষমতা কমিয়ে দেয় বলে জানান ডেপুটি সিএমওএইচ মৃণালকান্তি ঘোষ। ভর্তি হওয়া রোগীদের বড় অংশই চন্দ্রবোড়ার ছোবলে আক্রান্ত।
মৃত ১৯ জনের মধ্যে ঠিক কত জন চন্দ্রবোড়ার ছোবলে মারা গিয়েছেন তা নিশ্চিত না হলেও হিমোটক্সিক বিষের প্রভাব দেখা গেছে ১২৩ জনের শরীরে। এই বিষ কিডনির কার্যক্ষমতা কমিয়ে দেয় বলে জানান ডেপুটি সিএমওএইচ মৃণালকান্তি ঘোষ। ভর্তি হওয়া রোগীদের বড় অংশই চন্দ্রবোড়ার ছোবলে আক্রান্ত।
advertisement
4/5
বনদফতরের হয়ে বন্যপ্রাণ উদ্ধারকারী অমিত শর্মা জানান, ময়াল ও চন্দ্রবোড়ার সংখ্যা বাড়ছে। রাজনগর ও সিউড়ি রেঞ্জ থেকেও চন্দ্রবোড়া উদ্ধার হয়েছে একাধিক। সর্পপ্রেমী দীনবন্ধু বিশ্বাসের তথ্য অনুযায়ী, এ বছর মোট ৮৯টি সাপ উদ্ধার হয়েছে, যার মধ্যে ৫৩টি বিষধর। সিউড়ি ২ ব্লকে উদ্ধার হয়েছে ৬টি চন্দ্রবোড়া।
বনদফতরের হয়ে বন্যপ্রাণ উদ্ধারকারী অমিত শর্মা জানান, ময়াল ও চন্দ্রবোড়ার সংখ্যা বাড়ছে। রাজনগর ও সিউড়ি রেঞ্জ থেকেও চন্দ্রবোড়া উদ্ধার হয়েছে একাধিক। সর্পপ্রেমী দীনবন্ধু বিশ্বাসের তথ্য অনুযায়ী, এ বছর মোট ৮৯টি সাপ উদ্ধার হয়েছে, যার মধ্যে ৫৩টি বিষধর। সিউড়ি ২ ব্লকে উদ্ধার হয়েছে ৬টি চন্দ্রবোড়া।
advertisement
5/5
সাপের অতিরিক্ত উপস্থিতির কারণে সবচেয়ে বেশি ভয়ের মধ্যে রয়েছেন কৃষকেরা। প্রশাসন সচেতনতা বৃদ্ধি করলেও সাপের সংখ্যা কেন বাড়ছে এবং এর স্থায়ী সমাধান কী এ নিয়ে প্রশ্ন উঠছে জেলায়। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
সাপের অতিরিক্ত উপস্থিতির কারণে সবচেয়ে বেশি ভয়ের মধ্যে রয়েছেন কৃষকেরা। প্রশাসন সচেতনতা বৃদ্ধি করলেও সাপের সংখ্যা কেন বাড়ছে এবং এর স্থায়ী সমাধান কী এ নিয়ে প্রশ্ন উঠছে জেলায়। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
advertisement
advertisement