SD Burman: বিখ্যাত সঙ্গীতশিল্পী শচীন দেব বর্মনের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিল জঙ্গলমহলের! কোন সম্পর্ক জড়িয়েছিলেন তিনি, জানুন সেই গল্প
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
West Medinipur News: মেদিনীপুরের সঙ্গে জুড়ে এই কিংবদন্তি। শুধু তার পেশাগত ক্ষেত্রে নয়, মেদিনীপুরের সঙ্গে রয়েছে আত্মীয়তার সম্পর্ক। শুধু তাঁর পেশাগত ক্ষেত্রে নয়, মেদিনীপুরের সঙ্গে রয়েছে আত্মীয়তার সম্পর্ক।
দাঁতন, পশ্চিম মেদিনীপুর: সঙ্গীত জগতের কিংবদন্তি শচীন দেব বর্মন। যাকে এক নামে সারা পৃথিবীর মানুষ চেনে। বিংশ শতকের এক কিংবদন্তি, সঙ্গীত পরিচালক, সুরকার এবং গায়ক হিসেবে যিনি সমাদৃত সারা ভারতবর্ষ জুড়ে। এখনও তাঁর গান বাজে বিভিন্ন জায়গায়। যাঁর গান এখনও সাধারণ মানুষকে মোহিত করে, সেই এস.ডি বর্মন বা শচীন দেব বর্মনের সঙ্গে জুড়ে রয়েছে মেদিনীপুরের সম্পর্ক। আত্মীয়তার সম্পর্ক রয়েছে জঙ্গলমহলে। গানের সঙ্গে জঙ্গলমহলের সম্পর্ক না থাকলেও আত্মীয়তার সম্পর্ক রয়েছে ত্রিপুরার সঙ্গে জঙ্গলমহল মেদিনীপুরের।
শুধু গানের সঙ্গে সম্পর্ক নয়, মেদিনীপুরের সঙ্গে রয়েছে আত্মীয়তার সম্পর্ক। শচীন দেব বর্মনের খুড়তুতো বোনের বিয়ে হয় মেদিনীপুরে, মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রামে অভিজাত পরিবারে। জানেন সেই ইতিহাস? তাই মেদিনীপুরের সঙ্গে জড়িয়ে রয়েছে এস.ডি বর্মন এবং তার পরিবারের রক্তের সম্পর্ক। ত্রিপুরার সঙ্গে যোগাযোগ হয় বাংলার মেদিনীপুর জেলার দাঁতনের এক রাজ পরিবারের। রাজ পরিবারের রাজপুত্রের সঙ্গে বিবাহ হয় এস.ডি বর্মনের বোনের। সেই হিসেবেই মেদিনীপুরের সঙ্গে আত্মীয়তার সম্পর্কে জুড়ে যান বিশ্ব বিখ্যাত এই কিংবদন্তি। যা অত্যন্ত গর্বের এবং গৌরবের।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
ইতিহাস ঘেঁটে জানা যায়, পশ্চিম মেদিনীপুরে বাংলা ওড়িশা সীমানা এলাকায় মনোহরপুরে থাকা জমিদার পরিবারের সুপুত্র ক্ষিতীশ চন্দ্র রায় বীরবরের সঙ্গে বিয়ে হয় ত্রিপুরার রাজবংশের কন্যা লতিকার। এই লতিকা ছিলেন ত্রিপুরার রাজা কৃষ্ণকিশোর মানিক্য দেব বর্মন বাহাদুরের উত্তরসূরী। অন্যদিকে এস.ডি বর্মন, আর.ডি বর্মন ছিলেন রাজা কৃষ্ণ কিশোর এর বংশধর।
advertisement
স্বাভাবিকভাবে, শচীন দেব বর্মনের বোনের বিয়ে হয়, প্রত্যন্ত গ্রাম দাঁতনে। সুদূর ত্রিপুরার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক তৈরি হয় মেদিনীপুরের। জুড়ে যায় কিংবদন্তি সংগীতশিল্পীর সঙ্গে গ্রামের সম্পর্ক। ইতিহাসবিদরা মনে করেন, দাঁতনে রেল পথ স্থাপনের পর বেশ কয়েকবার হয়ত আসা-যাওয়া করেছেন শচীন দেব বর্মন। যদিও সে বিষয়ে তেমন কোনও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় না। তবে শচীন দেব বর্মনের অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন তার এই খুড়তুতো বোন।
advertisement
স্বাভাবিকভাবে মেদিনীপুরের সঙ্গে জুড়ে এই কিংবদন্তি। শুধু তাঁর পেশাগত ক্ষেত্রে নয়, মেদিনীপুরের সঙ্গে রয়েছে আত্মীয়তার সম্পর্ক। ভারতখ্যাত গায়িকা আশা ভোঁসলের পিসতুতো শাশুড়ির বাড়ি দাঁতনে। স্বাভাবিকভাবে এই ইতিহাসকে স্মরণ করে দাঁতনের মানুষ। বিস্মিত হন প্রত্যেকে।
advertisement
রঞ্জন চন্দ
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
December 05, 2025 12:04 AM IST
