TRENDING:

Birbhum News : বৃষ্টির দেখা নেই আকাশে, ঝুঁকি নিয়েই সেচের জলে চাষ শুরু বীরভূমে

Last Updated:

কৃষি দফতর সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই বীরভূমে ৬০ শতাংশের বেশি বৃষ্টির ঘাটতি আছে। এই ঘাটতি অন্ততপক্ষে কিছুটা পূরণ না হলে ফসলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: চলতি বছর খাতায়-কলমে বর্ষার আগমন ঘটলেও দেখা নেই বৃষ্টির। এই পরিস্থিতিতে ফসল ফলানো তো দূরের কথা মাঠঘাট শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। বীরভূমের অধিকাংশ জায়গার চাষিরা এখন বৃষ্টির দিকে তাকিয়ে রয়েছেন, তবে ধাপে ধাপে সময় পেরিয়ে গেলেও সেই চাহিদা পূরণ হচ্ছে না। কৃষি দফতর সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই বীরভূমে ৬০ শতাংশের বেশি বৃষ্টির ঘাটতি আছে। এই ঘাটতি অন্ততপক্ষে কিছুটা পূরণ না হলে ফসলের ব্যপক ক্ষতির সম্ভবনা রয়েছে।
advertisement

তবে বীরভূমের ময়ূরাক্ষী নদী এবং ময়ূরাক্ষীর যে সেচ খাল রয়েছে  তার পার্শ্ববর্তী এলাকার চাষীরা বৃষ্টির অপেক্ষা না করে ঝুঁকি নিয়েই সেচের জলে চাষ শুরু করে দিয়েছেন। কারণ গত সপ্তাহের শেষের দিক থেকে এই সেচ খাল থেকে অল্প পরিমাণে জল দেওয়া শুরু করা হয়। তবে এই জল কত দিন সরবরাহ করা হবে তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। কারণ বৃষ্টি না হওয়ায় তিলপাড়া জলাধারে এমনিতেই জলের পর্যাপ্ত সঞ্চয় নেই। ঝাড়খণ্ডের ম্যাসাঞ্জোর জলাধার থেকে স্বল্প পরিমাণে যে জল বয়ে আসছে সেই জলই চাষের কাজে দেওয়া হয়েচ্ছে।

advertisement

আরও পড়ুন- হাটজানবাজার রেল ওভারব্রিজ নিয়ে সংসদে সরব শতাব্দী রায়,আশার আলো দেখছেন স্থানীয়রা

আরও পড়ুন - স্বাধীনতা আন্দোলনে দুবরাজপুর, এই ঐতিহাসিক কাহিনী অনেকের অজানা

View More

যে সকল চাষীরা বৃষ্টির অপেক্ষায় না থেকে এইভাবে ঝুঁকি নিয়ে সেচের জলে চাষাবাদ শুরু করে দিয়েছেন তাদের দাবি, সময় দেখতে দেখতে পেরিয়ে যাচ্ছে,  এখনই যদি বীজ রোপণ করা-সহ অন্যান্য কাজ শুরু করা না হয় তাহলে কোনওভাবেই ফসল উঠবে না। বর্ষার দেখা এমনিতেই নেই, এরপর সময় পেরিয়ে গেলে কিছুদিন পরেই আবহাওয়ার পরিবর্তন ঘটবে। তখন আর এই খারিফ শস্য ফলানো সম্ভব হবে না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : বৃষ্টির দেখা নেই আকাশে, ঝুঁকি নিয়েই সেচের জলে চাষ শুরু বীরভূমে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল