সিউড়ির কড়িধ্যা গ্রামে অবস্থিত স্বপ্নপুরী এক্সপ্রেস। মাস তিনেক আগে তার পথচলা শুরু হয়। মূলত অসহায়, সহায় সম্বলহীন পরিবারের বয়স্করা এখানে ঠাঁই পেয়েছেন। সেই স্বপ্নপুরীর 'যাত্রীদের' নিয়ে রবিবার পিকনিকের আয়োজন করে সিউড়ির ইয়ং নাট্য সংস্থা। সেখানে রীতিমতো চেটেপুটে নির্ভেজাল আনন্দের স্বাদ নেন আবাসিকরা।
সিউড়ি ইয়ং নাট্য সংস্থার সদস্যরা নাট্যচর্চার পাশাপাশি সামাজিক কাজকর্মের সঙ্গেও যুক্ত। তাঁদের সেই মনোভাবেরই অঙ্গ হিসেবে রবিবার স্বপ্নপুরী এক্সপ্রেসের বাসিন্দাদের নিয়ে আয়োজিত হয় পিকনিক বা বনভোজন। সেখানে ওই বৃদ্ধাশ্রমের আবাসিকরা ছাড়াও নাট্য সংস্থার সদস্য ও তাঁদের পরিবারের লোকজনও হাজির ছিলেন। পেটপুরে খাওয়া-দাওয়ার পাশাপাশি গান-বাজনা ও বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয়।
advertisement
আরও পড়ুন: নীল-সবুজ বলতির সলিড ওয়েস্ট প্রকল্প এবার এই পুরসভাতেও
পিকনিকের মেনুতে ছিল ভাত, ডাল, ভাজা, মিক্সড-ভেজ, চিকেন, চাটনি, মিষ্টি। সিউড়ি ইয়ং নাট্য সংস্থার তরফ থেকে জানানো হয়, খাওয়া-দাওয়ার থেকেও আনন্দ ভাগ করে নেওয়াটাই হল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ বিভিন্ন উৎসবের মতোই পিকনিকও এখন উৎসবে পরিণত হয়েছে। আর এই উৎসবে বহু মানুষকেই আনন্দে মাতোয়ারা হতে দেখা যায়। সেখানে স্বপ্নপুরী এক্সপ্রেসের প্রবীণ আবাসিকরা এই উৎসবের স্বাদ গ্রহণ থেকে বঞ্চিত থাকলে তা ভালো দেখায় না। আর তাই তাঁদের এই অন্যরকম পিকনিকের আয়োজন। নতুন বছরের দ্বিতীয় রবিবার সকলের সঙ্গে পিকনিকের আনন্দে মেতে উঠতে পেরে খুশি বৃদ্ধাশ্রমের প্রবীণ আবাসিকরাও।
মাধব দাস