TRENDING:

Birbhum: শিক্ষক দিবসে ২০১ জন ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা

Last Updated:

আজ শিক্ষক দিবস। ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। সারা দেশের সঙ্গে বীরভূমের দুবরাজপুরেও পালন করা হচ্ছে তাঁর জন্মদিন বা শিক্ষক দিবস। শিক্ষক দিবসে বিভিন্ন জায়গায় শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠান দেখা যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম : আজ শিক্ষক দিবস। ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। সারা দেশের সঙ্গে বীরভূমের দুবরাজপুরেও পালন করা হচ্ছে তাঁর জন্মদিন বা শিক্ষক দিবস। শিক্ষক দিবসে বিভিন্ন জায়গায় শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠান দেখা যায়। তবে এর উল্টো পুরাণ দেখা গেল বীরভূমের দুবরাজপুর শহরে। যেখানে শিক্ষক দিবস পালন করার পাশাপাশি ২০১ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে প্রত্যেক বছর দুবরাজপুর শহরের অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা এবং শহরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। গত দু'বছর করানোর কারণে শিক্ষক দিবসের অনুষ্ঠান বন্ধ ছিল।
advertisement

চলতি বছর দুবরাজপুর পৌরসভার হল ঘরে মহাসমারোহে পালন করা হয় শিক্ষক দিবস। প্রথমে সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এরপর নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত ব্যক্তিগন তাঁদের ভাষণে সর্বপল্লী রাধাকৃষ্ণানের বিভিন্ন স্মরণীয় কথা ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন। তারপর শুরু হয় অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা ও মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাশ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান।

advertisement

আরও পড়ুনঃ উৎসবের আগে অসহায় কৃষিজীবীরা, কীভাবে কাটবে দুর্গা পুজো!

১৩ জন অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা জানানো হয়। পাশাপাশি এবছর ৭৫% নম্বর পেয়ে যারা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করেছে এরকম ২০১ জন ছাত্রছাত্রী হাতে সংবর্ধনা তুলে দেওয়া হয়। তাঁদের রৌপ্যপদক ও মানপত্র দেওয়া হয়। দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযুষ পান্ডে জানান, ২০০৩ সাল থেকে তিনি দুবরাজপুর পৌরসভার উদ্যোগে শিক্ষক দিবস অনুষ্ঠান চালু করেন।

advertisement

View More

আরও পড়ুনঃ বন্ধ পাথর শিল্প, সমস্যায় প্রচুর মানুষ, কারণটা কী?

অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা জানানোর পাশাপাশি ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে সংবর্ধনার প্রদান করা হয়। আগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ প্রত্যেক ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হত। কিন্তু এ বছর পাশের হার বেড়ে যাওয়ায় ৭৫% এর ওপর নম্বর যারা পেয়েছে তাঁদেরকেই সংবর্ধনা দেওয়া হয়। এই বছর ছাত্রছাত্রীরা রৌপ্যপদক মানপত্র দেওয়া হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum: শিক্ষক দিবসে ২০১ জন ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল