Birbhum: উৎসবের আগে অসহায় কৃষিজীবীরা, কীভাবে কাটবে দুর্গা পুজো!

Last Updated:

অক্টোবর মাসের প্রথমেই দুর্গাপুজো। ইতিমধ্যেই কেনাকাটা শুরু হয়ে গিয়েছে বহু পরিবারে। তবে এরই মাঝে আশঙ্কায় দিন গুণছেন চাষিরা। বিশেষ করে বীরভূমের মত জেলার চাষীদের এবার অবস্থা খুবই করুণ।

+
title=

#বীরভূম : অক্টোবর মাসের প্রথমেই দুর্গাপুজো। ইতিমধ্যেই কেনাকাটা শুরু হয়ে গিয়েছে বহু পরিবারে। তবে এরই মাঝে আশঙ্কায় দিন গুণছেন চাষিরা। বিশেষ করে বীরভূমের মত জেলার চাষীদের এবার অবস্থা খুবই করুণ। এই বছর রাজ্যের প্রায় অধিকাংশ জেলাতেই বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের তুলনায় অনেক কম। অন্যান্য জেলার পাশাপাশি বীরভূমেও এই বৃষ্টির পরিমাণ ৫০ শতাংশের বেশি ঘাটতি রয়েছে। নদী, ক্যানেল অথবা সেচ ব্যবস্থা রয়েছে এমন জায়গা ছাড়া প্রায় কোথাও চাষ হয়নি। চাষ না হওয়ার কারণে অসহায় হয়ে পড়েছেন এই সকল কৃষিজীবী মানুষগুলি।
বীরভূমের এই কৃষিজীবি মানুষগুলি জানিয়েছেন, দুর্গাপুজোর আগে তারা তাদের সঞ্চয় থেকে চাষ করে থাকেন এবং সেই চাষ কেমন হচ্ছে তার ওপর নির্ভর করেই বাজেট তৈরি করেন। আবার এই সময় চাষ হলে চাষের জন্য বহু মানুষ শ্রমিকের কাজ করেন এবং সেই থেকেও তাদের রোজগার হয়।
আরও পড়ুনঃ বন্ধ পাথর শিল্প, সমস্যায় প্রচুর মানুষ, কারণটা কী?
কিন্তু এই বছর বৃষ্টি স্বাভাবিক না হওয়ায় চাষ যেমন হচ্ছে না ঠিক তেমনি আবার চাষ না হওয়ায় চাষের কাজে লোকের প্রয়োজনও হচ্ছে না। স্বভাবতই একদিকে যেমন বৃষ্টির অভাবে 'মার' খাচ্ছেন জমির মালিকরা, ঠিক তেমনি আবার 'মার' খাচ্ছেন শ্রমিকরাও। চাষাবাদের সঙ্গে যুক্তরা জানিয়েছেন, 'অন্যান্য বছর চাষের কাজের জন্য শ্রমিকদের খুঁজে পাওয়া যায় না। তাদের এতটাই চাহিদা থাকে। কিন্তু এই বছর তারাও বসে রয়েছেন, আবার আমরাও বসে রয়েছি।'
advertisement
advertisement
আরও পড়ুনঃ বর্ষায় বৃষ্টি নেই, ছাতা-বর্ষাতিরও বিক্রি নেই! চিন্তায় ব্যবসায়ীরা
কীভাবে পুজো কাটবে তা নিয়ে আশঙ্কায় থাকার পাশাপাশি চাষী এবং শ্রমিক সম্প্রদায়ের মানুষরা মনে করছেন এই বছর আর তাদের পুজো হবে না। এই বছর তারা তাদের ছেলেমেয়েদের কীভাবে জামা কাপড় কিনে দেবেন তা নিয়েও বাড়ছে দুশ্চিন্তা।
advertisement
Madhab Das
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum: উৎসবের আগে অসহায় কৃষিজীবীরা, কীভাবে কাটবে দুর্গা পুজো!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement