আরও পড়ুন: ঐতিহ্য মেনে দোকানে দোকানে হালখাতা, হারিয়ে যাওয়ার মুখে খেরোর খাতা
নতুন বছরের শুরুতে পরিবারের মঙ্গল কামনায় পুজো দেওয়ার রীতি দীর্ঘদিনের। প্রতিবছরই পয়লা বৈশাখে বীরভূম জেলার মন্দিরগুলিতে পূণ্যার্থীদের ভিড় হয়। কিন্তু এরমধ্যে তারাপীঠে ভিড় সবচেয়ে বেশি হয়। বীরভূম তো বটেই, আসে পাশের জেলা এমনকি ভিন রাজ্য থেকে প্রচুর দর্শনার্থী আসেন। সকলেই এখানকার অধিষ্ঠাত্রী দেবী মা তারার কাছে পুজো দেন এবং পরিবারের মঙ্গল কামনা করেন। তারাপীঠ মন্দির সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর চারটে থেকে পয়লা বৈশাখের পুজো শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে।
advertisement
দীর্ঘদিনের রীতি মেনে এবারেও পয়লা বৈশাখে মা তারার পাঁচবার মঙ্গল আরতি হয়েছে। দুপুর ১ টায় মা তারাকে ভোগ দেওয়া হয়। আবার সন্ধে সাতটায় আরতি হবে। পাশাপাশি পূণ্যার্থীদের যাতে কোনও সমস্যা না হয় তার জন্য সমস্ত ব্যবস্থা রাখা হয়েছিল। তীব্র গরমের কথা মাথায় রেখে মন্দির চত্বরে পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা ছিল। মন্দিরের নিজস্ব নিরাপত্তার পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
শুভদীপ পাল