TRENDING:

Birbhum News: কাঁথা স্টিচের কাজের স্বীকৃতিতে পদ্মশ্রী পেলেন তকদিরা বেগম! তাঁর লড়াই অনেকের অনুপ্রেরণা

Last Updated:

Birbhum News: কাঁথা স্টিচের কাজে স্বীকৃতি পেলেন, পদ্মশ্রী পেলেন বীরভূমের বোলপুরের জাম্বুনির বাসিন্দা তকদিরা বেগম। শুক্রবার রাত আটটা নাগাদ রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি এবং বস্ত্র দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ তাঁর বাড়ি গিয়ে তাঁকে সম্বর্ধনা জানান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: কাঁথা স্টিচের কাজে স্বীকৃতি পেলেন, পদ্মশ্রী পেলেন বীরভূমের বোলপুরের জাম্বুনির বাসিন্দা তকদিরা বেগম। শুক্রবার রাত আটটা নাগাদ রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি এবং বস্ত্র দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ তাঁর বাড়ি গিয়ে তাঁকে সম্বর্ধনা জানান। বৃহস্পতিবার মিনিস্ট্রি অফ টেক্সটাইল থেকে তাঁকে ফোনে জানানো হয় এই সুসংবাদের কথা। দিল্লি থেকে খবরটা শুনে প্রথমে একটু চমকে যান তিনি। তবে তাঁর তিরিশ বছরের কাজের স্বীকৃতি পেয়ে তাঁর চোখের জল আটকে রাখতে পারেননি।
মন্ত্রী সম্মর্ধনা জানাচ্ছেন
মন্ত্রী সম্মর্ধনা জানাচ্ছেন
advertisement

এই কাঁথা স্টিচের কাজ করে বিয়ে দিয়েছেন তিন মেয়ের। তাঁর বাবার আদি বাড়ি শ্রীকৃষ্ণপুর এবং পরে জয়কৃষ্ণপুরে তাঁর বাবারা থাকতে শুরু করেন। ভেদিয়া বালিকা বিদ‍্যালয়ে দশম শ্রেণি পর্যন্ত পড়েন। পঞ্চম শ্রেণিতে সেলাইয়ের ক্লাসে সেলাই ফোঁড়ের কাজ তাঁকে আকর্ষণ করে। তারপর মায়ের কাঁথা স্টিচের কাজ তাঁকে প্রথাগত শিক্ষার বাইরে সূচি শিল্পই মুগ্ধ করে। তকদিরা বেগমের হাত দিয়ে অনেক তরুণীর সাবলম্বী হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে।

advertisement

আরও পড়ুন: মারাত্মক কুয়াশার দাপট, তারমধ্যে হেলমেট ছাড়াই বেপরোয়া গতিতে ছুটছে বাইক! তারপরের ঘটনা ভয়ঙ্কর

পুরাতন কাঁথা স্টিচ থেকে বেরিয়ে আধুনিক ডিজাইনের কলকা ডিজাইনে মোটিফ ফুটিয়ে তোলেন অবলিলায়। রাজ‍্য ও জাতীয় স্তরে অনেক সম্মাননা জমা তাঁর ঝুলিতে। তকদিরা বেগম জানান, ১৯৯৫ সালে ন‍্যাশ‍ানাল মেরিট অ্যাওয়ার্ড, ১৯৯৬ সালে ন‍্যাশ‍ানাল অ্যাওয়ার্ড এবং ২০০৯ সালে শিল্পগুরু অ্যাওয়ার্ড পান তিনি। তিনি বলেন, সংখ‍্যালঘু সংরক্ষণশীল পরিবার হিসেবে এখন মেয়েরা কেউ ঘরে বসে থাকে না। তাঁর মতো অনেক মেয়েই সাবলম্বী হয়েছেন।

advertisement

View More

আরও পড়ুন: মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষা নিয়ে চিন্তিত? রইল দারুণ নম্বর পাওয়ার সহজ উপায়, দেখে নিন

তিনি আরও জানান পর্দাসীন থেকেও তিনি দেশের বহু জায়গাই ট্রেড ফেয়ারে অংশ গ্রহণ করেছেন। কোনও অসুবিধা হয় নি।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সৌভিক রায়

advertisement

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: কাঁথা স্টিচের কাজের স্বীকৃতিতে পদ্মশ্রী পেলেন তকদিরা বেগম! তাঁর লড়াই অনেকের অনুপ্রেরণা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল