Accident: মারাত্মক কুয়াশার দাপট, তারমধ্যে হেলমেট ছাড়াই বেপরোয়া গতিতে ছুটছে বাইক! তারপরের ঘটনা ভয়ঙ্কর
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
Accident: বেপরোয়া গতিতে ছুটছিল বাইকটি, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে, দুর্ঘটনায় জখম তিনজন।
মালদহ: হেলমেট ছাড়াই বাইকে তিন আরোহী। বেপরোয়া গতিতে রাজ্য সড়কের উপর দিয়ে ছুটছিল বাইকটি। ঘন কুয়াশায় দাপট এখন জেলায় জেলায়। ফলে স্বাভাবিক ভাবেই কমে দৃশ্যমানতা। আর তার জেরেই রাতে বেপরোয়া গতিতে ছুটতে থাকা বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটিতে।
বাইক থেকে ছিটকে পড়ে তিনজন। রাতে অন্ধকারের দুর্ঘটনার সময় আশেপাশের কেউ ছিল না। বিকট শব্দে ছুটে আসেন স্থানীয় কিছু বাসিন্দা। তিন বাইক আরোহীকে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন টারা। স্থানীয় থানায় খবর দেওয়া হয়। জখম তিনজনকে উদ্ধার করে করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: ঠান্ডায় কাঁপছে রাজ্য, বৃহস্পতি বার চার জেলায় বৃষ্টির পূর্বাভাস! দেখুন আবহাওয়ার লেটেস্ট আপডেট
advertisement
advertisement
মালদহের বামনগোলা থানার ডাঙ্গাপাড়া এলাকায় পাকুয়াহাট গাজোল রাজ্য সড়কের ওপর দুর্ঘটনাটি ঘটেছে। এদিন রাতে দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ রাস্তার পাশে পড়েছিল তিন বাইক আরোহী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে তিন জনের বাড়ি বামনগোলা থানার চ্যাংনা গ্রামে।
advertisement
স্থানীয় বাসিন্দা রিয়াল শেখ বলেন, “বাইকটি খুব জোরে চলছিল। হঠাৎ শব্দ শুনে আমরা ছুটে আসি। এসে দেখি তিনজন জখম অবস্থায় পড়ে রয়েছে। বাইকটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মেরেছে। পুলিশকে খবর দিই, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।”
বাইক আরোহী কারোই মাথায় হেলমেট ছিল না দাবি স্থানীয়দের। এই ঘটনায় চালক-সহ দুই বাইক আরোহী জখম হয়েছে। হেলমেট না থাকায় তিনজনই গুরুতর জখম। মাথায় আঘাত পেয়েছে।স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে মুদিপুকুর গ্রামীন হাসপাতালে নিয়ে যায়।
advertisement
সেখানে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্তমানে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে, আশঙ্কা জনক অবস্থা তাঁদের। ঘটনার পর বামনগোলা থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্থ বাইক আরোহীদের উদ্ধার করে নিয়ে যায়।
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 27, 2024 12:11 PM IST