সিকিমের বন্যায় বীরভূমের যে সেনা জওয়ান শহীদ হয়েছেন তার নাম গোপাল মাড্ডি। আনুমানিক ২৮ বছর বয়সী ওই যুবকের বাড়ি ময়ূরেশ্বরের নান্দুলিয়া গ্রামে। তিনি ২০১৪ সালে সেনাবাহিনীতে কাজ করার সুযোগ পান। আর তারপরেই তিনি দেশ সেবায় বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন।এবার তার পোস্টিং ছিল বিনাগুড়িতে। সেখান থেকে তিনি সিকিমে ডিউটি করতে গিয়েছিলেন। কিন্তু ডিউটি করতে গিয়ে তার আর ফেরা হল না।
advertisement
আরও পড়ুন- শক্তিশালী ভূমিকম্পের পর ভয়ঙ্কর ‘সুনামি’র সতর্কতা, জাপানে জারি ‘হাই অ্যালার্ট’!
আরও পড়ুন- দুর্ঘটনা নাকি খুন? ফাঁস হয়ে গেল শ্রীদেবীর মৃত্যুর আসল কারণ! ভয়ঙ্কর সত্য সামনে আনলেন বনি কাপুর
শহীদ সেনা জাওয়ান গোপাল মাড্ডির পরিবার সূত্রে জানা যায়, সিকিমের বাবাধামে তিনি ডিউটির জন্য গিয়েছিলেন এবং সেখান থেকে ফেরার সময় তিনি এবং আরও ২২ জন সেনা জওয়ান বালডাঙ্গের কাছে সিংটম এলাকায় একদিন বা দু’দিনের জন্য ছিলেন। বুধবার সকাল ছ’টার সময় তাদের ওইখান থেকে বেরিয়ে আসার কথা। তবে সেখান থেকে বের হয়ে আসার আগেই তাঁরা নিখোঁজ হয়ে যান।
গোপাল নিখোঁজ হবার আগের দিন তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন।কিন্তু তারপর বুধবার থেকে আর কোনওভাবেই যোগাযোগ করা যায়নি।এরপর গোপালের অন্যান্য সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এমন ঘটনার বিবৃতি জানান। বুধবার থেকে নিখোঁজদের খোঁজ চালানোর পর শুক্রবার বিকেল চারটে নাগাদ গোপালের পরিবারকে সেনাবাহিনীর তরফ থেকে খবর দেওয়া হয় গোপালের মৃত্যু হয়েছে। তার পরিবারের তরফ থেকে জানা যায়, শেষবার তিনি বর্ষাকালে বাড়ি এসেছিলেন এবার নভেম্বর মাসে কালীপুজোর সময় তার বাড়ি আসার কথা ছিল। তবে কথা থাকলেও সে কথা রাখতে পারল না গোপাল। সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, খুব তাড়াতাড়ি গোপালের নিথর দেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে।
সৌভিক রায়