শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে পৌষ মেলার আয়োজন হবে না, এটাই মনে করা হচ্ছে শান্তিনিকেতন ট্রাস্টের তরফ থেকে বোলপুর পুরসভাকে দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে। কারণ শান্তিনিকেতন ট্রাস্টের তরফ থেকে বোলপুর পুরসভাকে দেওয়া চিঠিতে দাবি করা হয়েছে, বিশ্বভারতীর মালিকানাধীন পূর্বপল্লীর মাঠ সংলগ্ন চারটি বাঁধের অবস্থা খারাপ এবং সেগুলি পরিষ্কার না হওয়ায় তারা পূর্বপল্লীর মাঠে মেলার আয়োজন করতে অপারগ।
advertisement
আরও পড়ুন : শীতের আগেই গোবরডাঙার বাওড়ে উড়ে এসেছে পরিযায়ী পাখির দল
মেলা শুরু হতে যখন হাতে গোনা দেড় মাস সময় রয়েছে সেই সময় শান্তিনিকেতন ট্রাস্টের এই চিঠির পরিপ্রেক্ষিতে আশঙ্কার বাতাবরণ তৈরি হয়েছে বোলপুরের ব্যবসায়ীদের মধ্যে। গত দু'বছর ধরে করোনাকালে তারা আর্থিকভাবে অনেকটাই ক্ষতির সম্মুখীন। সেই জায়গায় এই বছর মেলা হলে সেই ক্ষত কিছুটা হলেও মিটত বলে আশা করা হচ্ছিল। কিন্তু মেলা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার ফলেই নতুন করে আশঙ্কা ঘিরে ধরতে শুরু করেছে তাঁদের।
আরও পড়ুন : নেপালের খুম্বু হিমবাহের দুর্গম জনহীন ‘ভূতুড়ে গলি’-তে লেন্সবন্দি দুর্লভ তুষারচিতা, বাজিমাত তরুণী আলোকচিত্রীর
যদিও তাদের তরফ থেকে এইভাবে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা বিশ্বভারতী কর্তৃপক্ষ বন্ধ করে দিতে পারে না, এমনটাই জানানো হয়েছে। তাঁদের এহেন মন্তব্যের পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে, মেলার দাবিতে হয় তাঁরা আগামী দিনে পথে নামবেন অথবা গত বছরের মতো বিকল্প মেলার আয়োজনও করতে পারেন। যদিও ভবিষ্যতে কী হবে তাই এখন দেখার।