নেপালের খুম্বু হিমবাহের দুর্গম জনহীন ‘ভূতুড়ে গলি’-তে লেন্সবন্দি দুর্লভ তুষারচিতা, বাজিমাত তরুণী আলোকচিত্রীর

Last Updated:

Himalayan Snow Leopard : আদিগন্ত বরফসাদা হিমালয়ের চূড়া, বিপজ্জনক খাদের পাশে ধরা দিল দুর্লভ সেই শ্বাপদ

নেপালের খুম্বু হিমবাহের ‘ফ্যান্টম অ্যালি’-তে বরফে মোড়া চূড়ায় ধরা দিয়েছে তুষারচিতা ( ছবি-ইনস্টাগ্রাম)
নেপালের খুম্বু হিমবাহের ‘ফ্যান্টম অ্যালি’-তে বরফে মোড়া চূড়ায় ধরা দিয়েছে তুষারচিতা ( ছবি-ইনস্টাগ্রাম)
বিশ্বের বিরলতম দৃশ্যগুলির মধ্যে বলা হয় এই দৃশ্যকে৷ সেই হিমালয়ের তুষারচিতার ছবি লেন্সবন্দি করলেন আমেরিকার আলোকচিত্রী কিট্টিয়া পওলোস্কি৷ আদিগন্ত বরফসাদা হিমালয়ের চূড়া, বিপজ্জনক খাদের পাশে ধরা দিল দুর্লভ সেই শ্বাপদ৷ সামাজিক মাধ্যমে বাজিমাত করেছে তুষারচিতার ছবি৷
নেপালের খুম্বু হিমবাহের ‘ফ্যান্টম অ্যালি’-তে বরফে মোড়া চূড়ায় ধরা দিয়েছে তুষারচিতা৷ তার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে কিট্টিয়া লিখেছেন ‘‘বিশ্বের কঠিনতম শ্বাপদ-তুষারচিতা৷’’ এই বিরল প্রাণীর ছবি ক্যামেরাবন্দি করার জন্য তাঁকে প্রায় ১৬৫.৭ কিমি পথ ব্যাকপ্যাক নিয়ে ট্রেকিং করতে হয়েছে৷
অন্য ছবিতে আলোকচিত্রী কিট্টিয়া তুষারচিতার ছবি শেয়ার করেছেন মাউন্ট এভারেস্ট এবং মাউন্ট পুমোরির ছায়ায়৷ ক্যাপশনে জানান এভারেস্ট বেস ক্যাম্পের কাছে গোরখশেপে তিনি তুষারচিতার ছবি তুলতে পেরেছেন, ১৮ হাজার ফিট উচ্চতায়৷
advertisement
advertisement
কিট্টিয়ার কথায় ‘‘বিশ্বের জনবিরলতম অংশে, শ্বাসকষ্টে প্রায় দমবন্ধ হয়ে যাওয়ার মতো বিপজ্জনক খাড়াই পাড়ি দিয়ে, শৃঙ্গ পাড়ি দিয়ে, শীতল মরু পেরিয়ে পাওয়া এই ছবিগুলি ছিল কঠিনতম এবং আমার সেরা পুরস্কার৷’’
advertisement
আলোকচিত্রী কিট্টিয়ার তোলা ছবি এখন নেট মাধ্যমে ভাইরাল৷ অ্যানিম্যাল প্ল্যানেট, নেপালের মার্কিন দূতাবাস-সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন নামী প্রতিষ্ঠান তাঁর ছবি শেয়ার করেছেন৷
নেটিজেনরা তুষারচিতাকে দেখে মুগ্ধ৷ উচ্ছ্বসিত বার্তায় ভেসে যাচ্ছেন কিট্টিয়া এবং তাঁর তোলা ছবি৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
নেপালের খুম্বু হিমবাহের দুর্গম জনহীন ‘ভূতুড়ে গলি’-তে লেন্সবন্দি দুর্লভ তুষারচিতা, বাজিমাত তরুণী আলোকচিত্রীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement