বিশেষ করে যে সকল রেল যাত্রীরা রাতের ট্রেনে যাতায়াত করেন তাদের মধ্যে আতঙ্কের শেষ নেই। তারা এই ভিডিও দেখার পর যখনই তাদের এই ঘটনা মনে পড়ছে তখনই তারা আঁতকে উঠেছেন। যদি তাদের সঙ্গেও কোনদিন এমন ঘটনা ঘটে তাহলে কী হবে! এর সঙ্গে সঙ্গে তারা দাবি তুলছেন, রেল কর্তৃপক্ষ যাতে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে এবং এই ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে।
advertisement
আরও পড়ুনঃ জাতীয় স্তরে সঙ্গীত প্রতিযোগিতায় চমক ৯ বছরের আনন্দীর
কারণ হিসাবে তারা জানিয়েছেন, দূর দূরান্তে কাজে যাওয়ার ক্ষেত্রে তাদের বহু সময় রাতের ট্রেনে যাতায়াত করতে হয়। সেই রাতের এমন ঘটনায় ট্রেন থেকে পড়ে যাওয়া যুবক বেঁচে গিয়েছেন ভাগ্যের বিষয়। কিন্তু তার প্রাণ যদি চলে যেত তাহলে কী হতো! ট্রেনের নিরাপত্তা নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার দিকে নজর রাখা হবে।
Madhab Das