প্রতিবাদে সামিল হওয়া পড়ুয়াদের তরফ থেকে দাবি করা হয়েছে, "কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, শান্তিনিকেতন এবং আদিবাসী সমাজকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা হয়েছে ওই ভিডিওতে। অবিলম্বে ওই ভিডিও ডিলিট করতে হবে এবং যতদিন না পর্যন্ত ওই ভিডিও ডিলিট করা হবে ততদিন তাঁদের এই প্রতিবাদ আন্দোলন চলবে।"অন্য এক পড়ুয়া সোমনাথ ঘোষ জানিয়েছেন, "এই ভিডিওটি ডিলিট করার পাশাপাশি ওই ব্লগারকে নতুন একটি ভিডিও তৈরি করে ক্ষমা চাইতে হবে।
advertisement
আরও পড়ুন : কেন বিকল সিসিটিভি? চিন্তা বাড়ছে নিউটাউনের নিরাপত্তা নিয়ে
আরও পড়ুন : সিরিয়াল সেটেই অসুস্থ! প্রয়াত পরিচালক অঞ্জন চৌধুরীর ছেলে সন্দীপ চৌধুরী
এই ভিডিওটি যতদিন সোশ্যাল মিডিয়ায় থাকবে ততদিন রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা হচ্ছে এবং এমন কুরুচিকর বিষয়টি অন্যান্যদের মধ্যেও ছড়িয়ে ফেলা হচ্ছে। তাই অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে এই ভিডিওটির বিরুদ্ধে। "অন্যদিকে ঠাকুর পরিবারের অন্যতম সদস্য সুপ্রিয় ঠাকুর এই ঘটনার চরম থেকে চরমতম নিন্দা করে জানিয়েছেন, "বিকৃত মস্তিষ্ক ছাড়া এমন ধরনের ঘটনায় কেউ ঘটাতে পারেন না। যে কারণে যিনি এই ঘটনা ঘটিয়েছেন তার হয় পাগলাগারদে জায়গা হওয়া দরকার অথবা জেলে জায়গা হওয়া দরকার।"
Madhab Das