বীরভূম: তিন ড্রাম তাজা বোমা উদ্ধার করল পুলিশ। পরবর্তীতে সেই বোমগুলিকে নিষ্ক্রিয় করলো বোম্ব স্কোয়াড। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে সিউড়ি থানা এলাকার ধললা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন গোপন সূত্রে খবর পেয়ে ধললা গ্রাম থেকে তিন ড্রাম তাজা বোমা উদ্ধার করে সিউড়ি থানার পুলিশ। সঙ্গে সঙ্গে পুলিশ ওই এলাকাকে ঘিরে রাখে।
advertisement
বোমা উদ্ধারের পর খবর দেওয়া হয় সিআইডি বোম্ব স্কোয়াডকে। পরে বোম্ব স্কোয়াড এসে বোমগুলি ফাঁকা এলাকায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে। কে বা কারা বোমাগুলি সেখানে মজুত করেছিল পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
গ্রামবাসী শেখ মিলন বলেন, “রাস্তার পাশে সাইয়ের ধার থেকে খেলার মাঠের কাছে বোমা উদ্ধার হয়েছে । প্রচন্ড আতঙ্কের মধ্যে আছি ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করে। যেকোনো সময় বিপদ ঘটে যেতে পারতো।” দুপুরে সিআইডি বোম্ব স্কোয়াড এসে উদ্ধার হওয়া বোমাগুলো নিস্ক্রিয় করে। ঘটনার তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ।