এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই সিউড়ি, যেখানে ট্রেনের সংখ্যা কম, সেই জায়গায় আরও অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে যাত্রীদের। সড়কপথে যাতায়াতের ক্ষেত্রে যানজট সহ আরও একাধিক সমস্যা থাকাই যে সকল যাত্রীরা ট্রেনের উপর নির্ভর করে যাতায়াত করেন তারা বর্তমানে অসুবিধায় পড়েছেন বলে জানিয়েছেন। সিউড়ি রেলওয়ে স্টেশন থেকে যে সকল যাত্রীরা বিভিন্ন জায়গায় যাতায়াত করেন তাদের অনেকের দাবি, ট্রেন কমে যাওয়ায় তাদের যাতায়াতের ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ সামনেই পঞ্চায়েত ভোট, কড়া নজরদারি শুরু হল সীমান্ত এলাকায়!
স্টেশনে এসে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করতে হচ্ছে অন্য কোন ট্রেনের জন্য। এছাড়াও ট্রেন না পাওয়া গেলে তাদের অগত্যা আবার বাসস্ট্যান্ড গিয়ে বাস ধরতে হবে বলেও জানিয়েছেন। কিন্তু ট্রেনে যাতায়াত করার ক্ষেত্রে যে স্বাচ্ছন্দ্য রয়েছে তার বাসে যাত্রা করার ক্ষেত্রে না থাকার ফলে অসুবিধা তো হবেই বলে জানিয়েছেন তারা। যাত্রী সুরক্ষার জন্য রেল লাইন অথবা অন্য কোন রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন সময় কাজ চলে।
আরও পড়ুনঃ মহঃবাজারে মুদি দোকানে ডাকাতির ঘটনায় লুটের টাকা উদ্ধার
এর প্রভাব পড়ে ট্রেন চলাচলের উপর। তবে ইদানিং কয়েক মাস ধরে বেশ কয়েকবার এই ধরনের রক্ষণাবেক্ষণের কাজ চলার কারণে সিউড়ির উপর দিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ ট্রেনগুলি একাধিক বার বাতিল রাখা হয়েছে অথবা হচ্ছে। ঘনঘন এইভাবে ট্রেন বাতিলের পরিপ্রেক্ষিতে দিন দিন সমস্যা বাড়ছে জেলার একাংশের বাসিন্দাদের।
Madhab Das