Birbhum News: মহঃবাজারে মুদি দোকানে ডাকাতির ঘটনায় লুটের টাকা উদ্ধার

Last Updated:

নভেম্বর মাসের ১৪ তারিখ বিকাল পাঁচটা নাগাদ বীরভূমের মহম্মদ বাজার থানা আঙ্গারগড়িয়া মোড়ে সাধন মন্ডল নামে এক ব্যক্তির মুদির দোকানে লুটের ঘটনা ঘটে।

#বীরভূম : নভেম্বর মাসের ১৪ তারিখ বিকাল পাঁচটা নাগাদ বীরভূমের মহম্মদ বাজার থানা আঙ্গারগড়িয়া মোড়ে সাধন মন্ডল নামে এক ব্যক্তির মুদির দোকানে লুটের ঘটনা ঘটে। ঐদিন চারজন দুষ্কৃতি মোটর বাইক চড়ে এসে দোকানে হানা দেয় এবং আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দোকানের মালিকের থেকে নগদ টাকা ছাড়াও সোনার আংটি এবং মোবাইল ছিনিয়ে নিয়ে চলে যায়। ঘটনার সময় মুদিখানার মালিক সাধন মন্ডল দাবি করেছিলেন, প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা তার থেকে ছিনিয়ে নিয়ে চলে যান দুষ্কৃতীরা।
ঘটনার দিন তড়িঘড়ি পুলিশ খবর পেয়ে ওই দুষ্কৃতীদের পিছু ধাওয়া করলে শেষ পর্যন্ত তাদের মধ্যে দুজন সোঁতসাল ও রাওতারার দিকে পালিয়ে যাওয়ার সময় রাওতারা গ্রামের কাছে পুলিশের হাতে ধরা পড়েন। এই দুষ্কৃতীদের ধরার ক্ষেত্রে গ্রামবাসীদের সক্রিয় সহযোগিতা ছিল বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে।
আরও পড়ুনঃ বিপদজনক অবস্থায় সেতু! মেরামতি চললেও নিশ্চিন্তে নেই পারাপারকারীরা
ঘটনার পরই ওই দুজন দুষ্কৃতির থেকে উদ্ধার করা হয় দু'রাউন্ডগুলি ভর্তি পাইপ গান, লুট হওয়া দুটি মোবাইল, কিছু টাকা এবং দুটি গাড়ির নম্বর প্লেট। এছাড়াও একটি বাইক আটক করা হয় যে বাইকটি দেওঘর থেকে চুরি করা হয়েছিল। ওই দুস্কৃতির দুজনকে হাতে পেয়ে পুলিশের তরফ থেকে তাদের আদালতে তোলা হয় এবং সাত দিনের পুলিশি হেফাজত নেওয়া হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ 'চাকরি না হলে উঠবেন না'! জমি হারাদের লাগাতার বিক্ষোভ বক্রেশ্বরে
হেফাজতে থাকাকালীন পুলিশি জেরায় ওই দুই দুষ্কৃতী এই এই ডাকাতির ঘটনা স্বীকার করে এবং ডাকাতির সমস্ত টাকা উদ্ধার করতে সক্ষম হয়। এর পাশাপাশি পুলিশের তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে এই ঘটনার সঙ্গে আর কারা যুক্ত রয়েছেন এবং তাদের খোঁজ চালানো হচ্ছে। পুলিশের দাবি এই ঘটনায় বাকি যারা যুক্ত রয়েছেন তাদের খুব তাড়াতাড়ি ধরে ফেলা সম্ভব হবে
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: মহঃবাজারে মুদি দোকানে ডাকাতির ঘটনায় লুটের টাকা উদ্ধার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement