Birbhum News: 'চাকরি না হলে উঠবেন না'! জমি হারাদের লাগাতার বিক্ষোভ বক্রেশ্বরে

Last Updated:

বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করার সময় জমি অধিগ্রহণ করা হয়েছিল। ১৯৯৫-৯৬ সালে এই জমি অধিগ্রহণ করার সময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল জমিদাতাদের পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়া হবে। তবে সেই প্রতিশ্রুতি অনুযায়ী এখনো প্রায় ২০০ জন জমিহারা চাকরি পাননি বলে অভিযোগ।

+
title=

#বীরভূম : বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করার সময় জমি অধিগ্রহণ করা হয়েছিল। ১৯৯৫-৯৬ সালে এই জমি অধিগ্রহণ করার সময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল জমিদাতাদের পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়া হবে। তবে সেই প্রতিশ্রুতি অনুযায়ী এখনো প্রায় ২০০ জন জমিহারা চাকরি পাননি বলে অভিযোগ। এমনকি তাদের অভিযোগ সরকারের তরফ থেকে তাদের ল্যান্ড লুজার সার্টিফিকেট এবং চাকরি নিয়ে প্রতিশ্রুতি দিলেও এখনো সেই প্রতিশ্রুতি পূরণ করেনি তারা। এর পরিপ্রেক্ষিতে একাধিকবার তাদের তরফ থেকে বিভিন্ন জায়গায় স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।
একাধিকবার অবস্থান বিক্ষোভ থেকে শুরু করে আন্দোলন করা হয়েছে। কিন্তু তারপরেও কোনরকম সুরাহা না হওয়ার কারণে এবার সোমবার থেকে তারা লাগাতার অবস্থান বিক্ষোভ শুরু করলেন। তাদের দাবি যতদিন না তাদের চাকরি দেওয়া হচ্ছে ততদিন তারা এই অবস্থান বিক্ষোভ থেকে উঠবেন না। আন্দোলনকারীদের তরফ থেকে জানানো হয়েছে, সোমবার দুপুর তিনটের পর বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের জিএম এবং বীরভূম জেলা প্রশাসনের আধিকারিকরা তাদের সঙ্গে কথা বলবেন এমনই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
advertisement
advertisement
কিন্তু সেই প্রতিশ্রুতি অনুযায়ী তাদের সঙ্গে কোনো রকম কথা বলা হয়নি এবং তারা এই বিষয়ে মনে করছেন তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। কারণ এর আগেও এইরকম বহুবার সময় দিয়ে কোন আলোচনা করা হয়নি এবং সুরাহা হয়নি। এরপরই তারা সিদ্ধান্ত নেন বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর গেটের সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ চালাবেন যতদিন না পর্যন্ত তাদের চাকরি দেওয়া হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ সরকারি অফিসে সাপের আতঙ্ক! শিকেয় উঠেছে কাজকর্ম
আন্দোলনকারীদের এই বিক্ষোভে আপাতত এই গেট একপ্রকার বন্ধ হয়ে পড়েছে। তবে তাদের দাবি, তাদের গেট বন্ধ করার মতো কোনো ইচ্ছা নেই। তাদের হয় চাকরি দিক অথবা তাদের বুকের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যাক। তারা জানিয়েছেন তারা রাস্তায় বসে আছেন, চাকরির দাবিতে। কারণ তাদের কাছে চাকরি নিয়ে নোটিফিকেশন রয়েছে।
advertisement
Madhab Das
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: 'চাকরি না হলে উঠবেন না'! জমি হারাদের লাগাতার বিক্ষোভ বক্রেশ্বরে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement